কন্যাশিশুর জন্মের পর তিনি এই ছুটি নেবেন বলে শুক্রবার জানিয়েছেন।
সিলিকন ভ্যালি টেকনোলজি প্রতিষ্ঠানগুলো মেধাবীদের ধরে রাখতে পিতৃত্বকালীন ভাতা ও অন্যান্য সুবিধা বাড়িয়েছে। কিন্তু অনেক কর্মীই প্রতিযোগিতামূলক এই বাজারে পেছনে পড়ে যাওয়ার কিংবা পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার ভীতি থেকে এসব সুবিধা গ্রহণ করতে চান না।
বিশ্বের সবচে বড় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক তাদের যুক্তরাষ্ট্রের কর্মীদের বেতনসহ সর্বোচ্চ চারমাসের মাতৃত্বকালীন অথবা পিতৃত্বকালীন ছুটি দিয়ে থাকে। যেকোনোকর্মী একবারেই সবটুকু ছুটি নিয়ে নিতে পারেন অথবা সন্তানের প্রথম বছরে ভেঙে ভেঙেও নিতে পারেন।যুক্তরাষ্ট্রের মানদণ্ডে যা অত্যন্ত উদার একটি নীতি।
চলতি বছরের জুলাই মাসে জাকারবার্গ জানিয়েছিলেন, তিনি ও তার স্ত্রী প্রিসিলা চ্যান কন্যাসন্তানের আশা করছেন।
আসন্ন সন্তানের জন্য কেনা বেবি কেরিয়ার ও পোষা কুকুর বেস্ট। ছবি: মার্ক জাকারবার্গের ফেইসবুক পৃষ্ঠা থেকে
নিজের ফেইসবুক পৃষ্ঠায় পোষা কুকুর বেস্ট ও একটি বেবি কেরিয়ারের ছবি দিয়ে জাকারবার্গ লিখেছেন, “এটি খুবই ব্যক্তিগত সিদ্ধান্ত”।
তিনি আরো জানিয়েছেন, “প্রিসিলা এবং আমি দুজনেই আমাদের মেয়ের ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রিয় শিশুতোষ বই ও খেলনাও সংগ্রহ করেছি।”
“গবেষণায় দেখা গেছে, কর্মজীবী বাবা-মা যখন তাদের সদ্যোজাত সন্তানের সঙ্গে থাকার জন্য ছুটি নেয় তা সন্তান এবং পরিবারের জন্য খুবই ভাল ফল বয়ে আনে।”- ৩১ বছর বয়সী জাকারবার্গ তার ফেইসবুক নোটে উল্লেখ করেছেন।
তবে তার ছুটিতে থাকা অবস্থায় কে প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকবেন এ বিষয়ে কিছু বলেননি তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন