রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

ফাঁসি কার্যকরের প্রতিবাদে সোমবার জামায়াতের হরতাল

 
                     মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে   
              
মানবতাবিরোধী অপরাধে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে সোমবার সারাদেশে শান্তিপূর্ণ হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এই ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্বে ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
বিবৃতিতে বলা হয়েছে, রবিবার গায়েবানা জানাজা এবং সোমবার সারাদেশে শান্তিপূর্ণ হরতাল পালন করা হবে।
তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি এবং ঔষধের দোকান হরতালের আওতাভুক্ত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন