ফক্স হিমবাহে বিধ্বস্ত হেলিকপ্টার। ছবি: নিউজিল্যান্ড পুলিশ
সাতজন আরোহীসহ একটি হেলিকপ্টার নিউজিল্যান্ডের ফক্স হিমবাহে বিধ্বস্ত হয়েছে। এতে আরোহীদের সবাই প্রাণ হারিয়েছেন।
বিবিসি বলছে, মৃত্যুবরণকারীদের মধ্যে চারজন যুক্তরাজ্যের এবং দুইজন অস্ট্রেলিয়ান পর্যটক রয়েছেন বলে দেশটির পুলিশ ধারণা করছে।
উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। কিন্তু হেলিকপ্টারের কোনো আরোহীর বেঁচে থাকার কোনো সম্ভাবনা তারা দেখতে পায়নি বলে উদ্ধার অভিযান সমন্বয়কারীরা জানিয়েছেন।
এরআগে নিউজিল্যান্ডের উদ্ধার সমন্বয় কেন্দ্রের মুখপাত্র ভিন্স চলেওয়া রয়টার্সকে বলেন, “ফক্স হিমবাহে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যতদূর জানা গেছে কপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন। বিধ্বস্ত হওয়ার স্থানটিতে চারটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।”
নিউজিল্যান্ডের দুর্গম দক্ষিণ দ্বীপের পশ্চিম উপকূলে ফক্স হিমবাহের অবস্থান। প্রতিবছর হাজার হাজার পর্যটক স্থানটি ভ্রমণ করেন।
ওই হেলিকপ্টারটির পরিচালক সংস্থা আলপাইন অ্যাডভেঞ্চার। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই প্রতিষ্ঠানটি ফক্স হিমবাহের ওপর হেলিকপ্টার ফ্লাইট পরিচালনা করে থাকে, সেখানে অবতরণও করে।
২০১০ সালে কাছের একটি শহর থেকে ফক্স হিমবাহের উদ্দেশে উড্ডয়নের সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে আরোহী নয়জনের সবাই মারা যান। তাদের মধ্যে চারজন আন্তর্জাতিক পর্যটকও ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন