বাংলাদেশে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদন্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নামঞ্জুর করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসি বাংলাকে এ কথা জানিয়েছেন।
এখন কারাগারে মৃত্যুদন্ড কার্যকরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে কারা সূত্রে।কারাগারের বাইরে নিরাপত্তা প্রহরা জোরদার করা হয়েছে এবং সেখানে এখন সংবাদকর্মীদের ভিড় জমেছে।
কিছু সময় আগেই মৃত্যুদন্ডে দন্ডিত দু'জনের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় কারাগারে গিয়ে দুজনের সাথে শেষবারের মতো দেখা করতে যান।
এর আগেই আজ বিকেলে মি চৌধুরী এবং মি. মুজাহিদ প্রাণভিক্ষার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সরকারের পক্ষ থেকে বলা হয়, দুজন ম্যাজিস্ট্রেট সকালে মি চৌধুরী এবং মি. মুজাহিদের সাথে দেখা করলে তারা লিখিতভাবে এই প্রাণভিক্ষার আবেদন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পরে বিবিসি বাংলাকে জানান, প্রেসিডেন্টের বিবেচনার জন্য এই প্রাণভিক্ষার আবেদন তার দফতরে পাঠানো হয়।
তার আগে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষার পর তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান মি. খান।
আজ স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে বলেন সাংবিধানিক ধারা মেনেই আবেদন করা হয়েছে - তবে তাতে কি বলা হয়েছে তা বলা হয় নি।
তবে দুই রাজনীতিকের পরিবারের সদস্যরা এই প্রাণ ভিক্ষার আবেদনের খবরে বিস্ময় প্রকাশ করেন।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আপিল বিভাগের রায়ের পর তারা আইনজীবীর সাথে কথা বলতে চাইলেও তা দেয়া হয় নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন