শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

আলোয় উজ্জ্বল দেবীনিবাসে ‘প্রাণের ছোঁয়া’



দুই তলা ভবনের কক্ষগুলো থেকে বেরিয়ে আসছে নানা রঙের আলোর রেখা, পলেস্তরা খসে পড়া দেয়ালের ইট থেকে ঝরছে রক্তিম আভা-এর মধ্যে নৃত্যরত শিল্পীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন