শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

প্যারিসের ডায়রি


 
দিন মাস যোগ করে আমার প্রবাস জীবনের বযস সাড়ে চার বছর ।জীবনের বড় অংশ মাতৃভূমির আলো বাতাসে কাটানোর পর নিজের পরিকল্পনা ও চিন্তার বাইরে হঠাৎ করেই বিদেশ বিভূঁইয়ে চলে আসা।এই সময়ের মধ্যে সুখ, দুঃখ, হতাশা, প্রাপ্তি এবং হারানোর নানা বৈচিত্রময় অভিজ্ঞতার মধ্য দিয়েই আমার আজকের এই পথচলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন