শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

ভারতে থাকতে হলে গরুর মাংস বাদ দিতে হবে

 
   
 
ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির নেতা মনোহর লাল খাট্টার ভারতীয় মুসলমানদের গরুর মাংস খাওয়া বন্ধ করতে বলার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মিস্টার খাট্টার বলেন, মুসলমানরা ভারতে থাকতে পারে, কিন্তু তাদের গরুর মাংস খাওয়া বাদ দিতে হবে। কারণ ভারতে গরু ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে।
সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, একজনের স্বাধীনতার সীমা ততটুকু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তা অন্যের ওপর আঘাত না করছে।
“গরুর মাংস খেলে তা অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে আহত করে। ভারতের সংবিধান অনুযায়ীও এটা করা যায়না। সংবিধান অনুযায়ী আপনি এমন কাজ করতে পারেন না, যা আমাকে আহত করে। আমি এমন কাজ করতে পারি না, যা আপনার অনুভূতিকে আহত করে।”
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস মনোহর লাল খাট্টারের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। দলের মুখপাত্র রশিদ আলভি বলেছেন, মিস্টার খাট্টারের কোন অধিকার নেই মুখ্যমন্ত্রীর পদে থাকার।
ভারতে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর গরুর মাংস নিষিদ্ধ করার বিতর্ক আবার তীব্র হয়ে উঠেছে। ভারতের বেশিরভাগ রাজ্যে গরু জবাই নিষিদ্ধ।
গত মাসে উত্তর প্রদেশে ৫০ বছর বয়সী এক মুসলিমকে হিন্দু গ্রামবাসীরা পিটিয়ে হত্যা করে। মোহাম্মদ আখলাক নামে এই ব্যক্তি তার বাড়ীর ফ্রিজে গরুর মাংস লুকিয়ে রেখেছেন, এমন গুজবের পর গ্রামবাসী তার ওপর হামলা চালায়।
ভারতের এই গরুর মাংস বিতর্কে যেভাবে ধর্মীয় অসহিষ্ণুতার প্রকাশ দেখা যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সেখানকার অনেক নেতৃস্থানীয় লেখক।

bbc bangla

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন