নিরাপত্তা শঙ্কায় স্থগিত হওয়া বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের সিরিজ শিগগির হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
দুবাইয়ে আইসিসি সভা থেকে ফিরে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের নাজমুল জানান, বাংলাদেশ সফরে আসার ব্যাপারটি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার পুরুষ দল টেস্ট সিরিজ স্থগিত করার পর দুই বোর্ডের যৌথ সম্মতিতে স্থগিত হয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট সিরিজ।
“দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের সফরও স্থগিত হয়েছিল। ওরা নিশ্চিত করেছে আসছে। নতুন শিডিউল চেয়েছে ওরা। আমরা গতকালই তা পাঠিয়ে দিয়েছি। ওরা তারিখটা আমাদের নিশ্চিত করে জানিয়ে দেবে।”
এর আগে বিসিবির মহিলা ক্রিকেট কমিটির প্রধান এমএ আওয়াল চৌধুরী ভুলু জানান, ২৮ অক্টোবর বাংলাদেশ সফরে আসতে পারে দক্ষিণ আফ্রিকা।
নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার পুরুষ দল টেস্ট সিরিজ স্থগিত করার পর দুই বোর্ডের যৌথ সম্মতিতে স্থগিত হয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট সিরিজ।
“দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের সফরও স্থগিত হয়েছিল। ওরা নিশ্চিত করেছে আসছে। নতুন শিডিউল চেয়েছে ওরা। আমরা গতকালই তা পাঠিয়ে দিয়েছি। ওরা তারিখটা আমাদের নিশ্চিত করে জানিয়ে দেবে।”
এর আগে বিসিবির মহিলা ক্রিকেট কমিটির প্রধান এমএ আওয়াল চৌধুরী ভুলু জানান, ২৮ অক্টোবর বাংলাদেশ সফরে আসতে পারে দক্ষিণ আফ্রিকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন