ছাত্রাবাসে ‘ডাইনিংয়ের কর্তৃত্ব নিয়ে’ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষার্থীদের বুধবার বিকাল ৪টার মধ্যে ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে কলেজের অধ্যক্ষ ডা. এ কে এম আহসান হাবীব জানান।
তিনি বলেন, “রাতে হোস্টেলে অপ্রীতিকর ঘটনার পর অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তবে বিদেশি ছাত্রদের ছাত্রাবাসে থাকার অনুমতি দেওয়া হয়েছে।
বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ালে ছয় ছাত্র আহত হয়।
“হোস্টেলের ডাইনিংয়ের কর্তৃত্ব নিয়ে তাদের বিরোধ ছিল। রাতেই কলেজে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এ বিষয়ে কথা বলার জন্য কলেজ ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের ফোনে পাওয়া যায়নি।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, “দুই গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল; সমঝোতার চেষ্টা হচ্ছে।”
এর আগে গত ৪ অক্টোবর দুই পক্ষের সংঘর্ষের কারণে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন