সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন অং সান সু চি
মিয়ানমারের ৮ নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) জিতলে দেশের নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি।
বিদেশি বিয়ে করার কারণে সু চি সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট পদে নিষিদ্ধ হয়েও দেশের নেতৃত্ব কীভাবে দিতে চান, তা এখনও স্পষ্ট নয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
মিয়ানমারে ২৫ বছর পর এবারই প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এনএলডি বেশিরভাগ আসনে জিতবে বলে ইঙ্গিত মিলছে।
‘ইন্ডিয়া টুডে টিভি’তে এক সাক্ষাৎকারে সু চি বলেন, “আমি পরিষ্কার করে বলেছি যে, এনএলডি নির্বাচনে জিতলে এবং আমরা সরকার গঠন করলে আমিই সরকারের নেতৃত্ব দেব। তা আমি প্রেসিডেন্ট হই বা না হই।”
মিয়ানমারে নির্বাচনের পর পার্লামেন্টের ভোটে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট নির্বাচিত হয় না।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সু চি তার প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা কখনোই গোপন রাখেননি। তাছাড়া, সু চি দলের নেত্রী হওয়ায় এবং তার প্রবল কোনো প্রতিপক্ষ না থাকায় তিনি নিশ্চিতভাবেই যে কোনো এনএলডি-সংখ্যাগরিষ্ঠ সরকারের নীতি-নির্ধারক হয়ে উঠবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন