বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

শক্তিশালী ল্যাপটপ আনছে মাইক্রোসফট

মাইক্রোসফটের সারফেস বুক সারফেস ব্র্যান্ডের ল্যাপটপ দিয়ে প্রথমবারের মতো ল্যাপটপের বাজারে আসছে মাইক্রোসফট। মাইক্রোসফটের তৈরি ল্যাপটপের নাম হবে সারফেস বুক। গতকাল মঙ্গলবার এ ল্যাপটপের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের ল্যাপটপে রয়েছে সাড়ে ১৩ ইঞ্চি মাপের স্ক্রিন। এর সঙ্গে ডেটা কেবল কিবোর্ড যুক্ত করা যাবে। এ ল্যাপটপটি ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে। এর দাম হবে ১ হাজার ৪৯৯ মার্কিন ডলার।
বাজার বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের ম্যাকবুক এয়ারসহ বাজারের আলট্রাবুক বা হালকা-পাতলা ল্যাপটপের সঙ্গে সারফেস বুক প্রতিযোগিতা করবে।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সম্মেলনে নতুন পণ্যের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। অনুষ্ঠানে সারফেস বুকের পাশাপাশি নতুন দুটি লুমিয়া ফোন ও সারফেস প্রো ৪ ট্যাব ও মাইক্রোসফট ব্যান্ডের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এ ছাড়াও হলোলেন্স নামে অগমেন্টেড রিয়েলিটি গ্লাস দেখিয়েছে তারা।
মাইক্রোসফটের ল্যাপটপে থাকবে ইনটেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর, হাই-এন্ড গ্রাফিকস ও এক টেরাবাইট স্টোরেজ। এটি অ্যাপলের ম্যাকবুক প্রোর চয়ে দ্বিগুণ শক্তিশালী বলে দাবি করেছে মাইক্রোসফট।
এদিকে সফটওয়্যার প্রসঙ্গে সত্য নাদেলা বলেছেন, মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেসটি জুলাই মাসে উন্মুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১১ কোটি ডাউনলোড হয়েছে।

অনলাইন ডেস্ক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন