২০১২ সালে শেয়ার বাজারে তালিকাভূক্তির আগে ফেসবুকের বিরুদ্ধে আর্থিক তথ্য গোপন করার অভিযোগ দু’টি মামলা দায়ের করা হয়েছিল।
এখন মার্কিন একটি আদালত বলেছে যে সেই মামলা চলতে কোন সমস্যা নেই।
ফেসবুক কর্তৃপক্ষ আর্থিক তথ্য গোপন করার কারণে যেসব বিনিয়োগকারী তাদের অর্থ হারিয়েছেন তারা চাইলে দলবদ্ধভাবে সেই ক্ষতিপূরণের টাকা দাবী করতে পারবে।
আদালত এই সিদ্ধান্ত দেবার পর ফেসবুক কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে তারা এই সিদ্ধান্তে হতাশ এবং এর বিরুদ্ধে আপিল করবে।
২০১২ সালে শেয়ার বাজারে আইপিও ছাড়ার মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ বাজার থেকে ১৬ বিলিয়ন ডলার তুলেছিল।
বিনিয়োগকারীরা বলছেন ফেসবুকের শেয়ারের দাম বেশি ধার্য করা হয়েছিল। সেজন্য বেশি দামে ফেসবুকের শেয়ার কিনে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
সে বছর মে মাসে নিউইয়র্ক স্টক মার্কেটে ফেসবুকের শেয়ার লেনদের শুরু হয় এবং প্রতি শেয়ার ৩৮ ডলারে কেনা-বেচা হয়।
কিন্তু মাত্র চার মাসের মাথায় ফেসবুকের শেয়ারের দাম অর্ধেকে নেমে আসে। এই অর্ধেক দাম প্রায় এক বছর বজায় ছিল।
যদিও শেষ পর্যন্ত ফেসবুকের শেয়ারের দাম আবার বাড়তে থাকে এবং গত মঙ্গলবার পর্যন্ত নিউইয়র্কের স্টক মার্কেটে সেটি ১০৭.২৬ ডলারে লেনদেন হয়।
বিনিয়োগকারীরা বলেন মোবাইল ডিভাইসের গ্রাহকের সংখ্যা বেড়ে যাবার কারণে ভবিষ্যতে বিজ্ঞাপন থেকে ফেসবুক যে বাড়তি অর্থ লাভ করবে সে বিষয়টি তারা ২০১২ সালের তথ্যে অন্তর্ভুক্ত করেনি।
কারণ ২০১২ সালে মোবাইল ডিভাইসে বিজ্ঞাপনের মাত্রা কম ছিল।
বিচারক বলছেন ফেসবুক কর্তৃপক্ষ তাদের তথ্য এমনভাবে উপস্থাপন করেছিল যাতে মনে হয় শেয়ারহোল্ডাররা বিষয়টি আগেই জানতো।
ফেসবুক কর্তৃপক্ষ চেয়েছিল, কোন বিনিয়োগকারী যদি নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করে তাহলে সে যেন ব্যক্তিগতভাবে সেটি দাবী করে। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষের এই চাওয়া আদালত নাকচ করে দিয়েছে।
ভারতের তামিল নাড়ুর একটি মুসলিম সংগঠন হিন্দু যোগ গুরু রামদেবের তৈরি 'পতঞ্জলি' পণ্য কিনতে মুসলিমদের নিষেধ করেছে।
তামিল নাড়ু তৌহিদ জামাত (টিএনটিজে) নামে ঐ সংগঠন এক ফতোয়ায় বলেছে পতঞ্জলি নামে বিক্রি ভেষজ ওষুধ, খাদ্য এবং প্রসাধনীতে গোমূত্র ব্যবহার করা হয় যা মুসলিমদের জন্য হারাম।
লিখিত এক বিবৃতিতে টিএনটিজে বলেছেন, "মুসলমানদের ধর্মে গোমূত্র খাওয়া হারাম। সুতরাং পতঞ্জলি পণ্য হারাম।"
মুসলিম ঐ সংগঠনটি তাদের বিবৃতিতে বলেছে, পতঞ্জলি পণ্যগুলোর ভেতরে কি কি উপাদান রয়েছে তা না জেনে মুসলিমরা যাতে ব্যবহার না করে, সে জন্য তারা এই ফতোয়া জারি করেছে।
রামদেব প্রধানত যোগ-গুরু হিসাবে পরিচিত হলেও, তার প্রতিষ্ঠানের তৈরি পণ্য ভারতে জনপ্রিয়।
তিনি দাবি করেন, হিন্দু প্রাচীন রীতিতে তৈরি তার ওষুধ, প্রসাধনী এবং খাদ্য ভেষজ গুণসম্পন্ন।
সোশ্যাল মিডিয়াতে ঝড়
রামদেবের পণ্যের বিরুদ্ধে এই ফতোয় নিয়ে টুইটার সহ ভারতের সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় বয়ে যাচ্ছে।
ফতোয়া নিয়ে রামদেবের ভক্তরা যেমন টিএনটিজেকে যেমন এক হাত নিচ্ছেন, তেমনি এই সুযোগে রামদেবকে নিয়ে টীকা টিপ্পনীও কাটছেন অনেকে।
শিরিষ কুন্দের নামে একজন তার টুইটার একাউন্টে লিখেছেন, "প্লিজ রামদেবের দেশি ঘি যেন নিষিদ্ধ না হয়। ভক্তরাই তার পতঞ্জলি কেনেন। তারা ফাংগাস খাওয়ারই যোগ্য।"
জিএম পুরোহিত নামে আরেকজন টুইটারে লিখেছেন, "শারিয়া মোতাবেক পতঞ্জলি পণ্যে গোমূত্রের বদলে ছাগলের মূত্র ব্যবহার করা উচিৎ।"
রামদেবের পক্ষ থেকে এই ফতোয়া নিয়ে এখনও কিছু শোনা যায়নি।
হরমুজ প্রণালিতে মার্কিন একটি রণতরীর কাছে ইরানের নৌ বাহিনী রকেট পরীক্ষা চালিয়েছে।
ইরানের ছোড়া রকেটগুলো ইউএসএস হ্যারি ট্রুম্যানের দেড় হাজার গজের মধ্যে এসে পড়ে।
সে সময় ধারে পাশে ফরাসী একটি যুদ্ধ জাহাজ এবং বেশ কিছু বাণিজ্যিক পণ্যবাহী জাহাজও ছিল।
ঘটনা ঘটেছে শনিবার, তবে মার্কিন সেনাবাহিনীর পক্ষ এখন তা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, রেডিওতে মাত্র ২৩ মিনিট আগে ঘোষণা দিয়ে ইরান এই পরীক্ষা চালায়।
মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র কমোডর কাইল রেইনস্ ইরানের এই অস্ত্র পরীক্ষাকে "চরম উস্কানিমুলক" হিসাবে বর্ণনা করেছেন।
পর্যবেক্ষকরা বলছেন, কিছুদিন আগে পরমাণু চুক্তি সইয়ের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের যে লক্ষণ দেখা যাচ্ছিল তা হয়ত আবার বদলে যাবে।
ইরান এবং ওমানের মাঝ দিয়ে প্রবাহিত ২১ মাইলের মত চওড়া হরমুজ প্রণালি জ্বালানি তেল পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌ পথ।
১৯৮৮ সালের এপ্রিলে হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্ষণস্থায়ী একটি যুদ্ধ হয়েছিল।
সে সময় ইরানের পাতা মাইনে মার্কিন একটি ফ্রিগেড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে, যুক্তরাষ্ট্র ইরানের দুটো সামরিক নৌযান সহ ছয়টি জাহাজ ডুবিয়ে দেয়। সাগরে ইরানের দুটো তেলকুপ প্লাটফর্মও ধ্বংস করে দেয়া হয়।
দুই মাস পরে অর্থাৎ জুলাইতে হরমুজ প্রণালির ওপর মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের একটি যাত্রী বিমান বিধ্বস্ত হয়ে ২৯০ জন মারা যায়।
এই প্রণালির কাছে বাহরাইনে মার্কিন নৌ বাহিনীর পঞ্চম নৌবহর মোতায়েন করা রয়েছে।
"এই নির্বাচন প্রহসন": বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশে বুধবারের পৌর নির্বাচনকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর 'প্রহসন' বলে বর্ণনা করেছেন।
তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফ বলেছেন বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে এই নির্বাচন ছিল সবচেয়ে "শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু"।
ভোট শেষ হওয়ার পরপরই বিএনপির একজন মুখপাত্র দাবি করেন, ১৫৭ টি পৌরসভাতেই ব্যাপক কারচুপি হয়েছে।
কেন তারা তা মনে করছেন -- এই প্রশ্নে পরে বিবিসি বাংলাকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভোটের ওপর লাইভ টিভি, ওয়েব মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সারাদিনের খবরাখবরের প্রসঙ্গ তোলেন।
"প্রতিটি পৌরসভায় কারচুপি হয়েছে, দখলদারি হয়েছে, এবং তা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই।"
বিএনপি নেতা বলেন, "নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আমরা আগেই বলেছিলাম এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারেনা ... নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে।" বিএনপির অভিযোগ প্রত্যাখান
বিএনপির এসব অভিযোগ নাকচ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফ বিবিসিকে বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, তার মধ্যে আজকের নির্বাচন ছিল সবচেয়ে "শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু"।
তিনি বলেন, বিএনপি শুরু থেকেই "অসত্য, বিভ্রান্তিকর" তথ্য দিয়ে এই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করে আসছে।
"তাদের মূল লক্ষ্য এই নির্বাচন কমিশনকে বিতর্কিত করা।"
বিভিন্ন জায়গায় যে সব সহিংসতা হয়েছে সেগুলো, তার মতে, সেগুলো স্থানীয় পর্যায়ে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সামাজিক দ্বন্দ্বের প্রতিফলন। নির্বাচন সুষ্ঠু ও অবাধ - নির্বাচন কমিশন
প্রধান নির্বাচন কমিশনার কাজি রকিবউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেছেন পৌর নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে।
অনিয়ম ও সহিংসতার অভিযোগে মোট ৩৮টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
সেই পরিসংখ্যান তুলে ধরে, প্রধান নির্বাচন কমিশনার মন্তব্য করেন, ভোটকেন্দ্রের সংখ্যা যেখানে সাড়ে তিন হাজারেরও বেশি সেখানে পঞ্চাশটিতে স্থগিত হলেও তা বড় অঙ্ক নয়। 'এখনই প্রত্যাখানের সিদ্ধান্ত নয়।'
নির্বাচন যদি প্রহসনই মনে তাহলে কি তারা এই নির্বাচন প্রত্যাখ্যান করবেন -- বিবিসির এই প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, সেই সিদ্ধান্ত এখনই নয়।
"পুরো ফলাফল দেখে, দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
নির্বাচন সুষ্ঠু হবেনা জেনেও নির্বাচনে কেন অংশ নিলেন, এই প্রশ্নে তিনি বলেন, বিএনপি সবসময়ই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে, ভবিষ্যতেও নেবে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশি ডোনাল্ড ট্রাম্প বলেছেন নির্বাচনে প্রচারণার জন্য তিনি প্রতি সপ্তাহে দুই মিলিয়ন ডলার (১৬ কোটি টাকা) খরচ করবেন।
প্রাইমারির আগে মি: ট্রাম্প আইওয়া,নিউ হ্যাম্পশায়ার এবং সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ব্যাপক প্রচারণা চালাবেন।
বিত্তশালী হিসেবে পরিচিত মি: ট্রাম্প এর আগে বলেছিলেন তিনি তার নির্বাচনী প্রচারণার খরচ নিজেই বহন করবেন।
কোন লবিস্ট গ্রুপ কিংবা অন্যকোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি কোন অর্থ গ্রহণ করবেন না।
নিজের প্রচারণার সময় এখনো পর্যন্ত মি: ট্রাম্প যেসব বক্তব্য রেখেছেন, সেগুলো বিতর্কের সৃষ্টি করেছে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করা উচিত বলে তিনি যে মত দিয়েছেন, সেটি বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে।
এছাড়া তার প্রতিযোগী হিলারী ক্নিনটনকে নিয়েও মি: ট্রাম্প বিরূপ মন্তব্য করেছেন।
এদিকে নিউইয়র্কের সাবেক গভর্নর জর্জ পাটাকি রিপাবলিকান দলের মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন।
সংবাদদাতারা বলছেন মি: পাটাকি নির্বাচনের দৌড়ে কোন প্রভাব ফেলতে পারেননি।
সাভার পৌরসভার একটি মহিলা ভোটকেন্দ্রে সকাল নয়টার ছবি।
বাংলাদেশে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবার কিছুক্ষণ পরেই দেশের বিভিন্ন জায়গা থেকে অনিয়ম এবং সংঘাতের খবর পাওয়া যাচ্ছে।
চট্টগ্রামের সাতকানিয়ায় গুলিতে একজন নিহত হয়েছে। সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের কয়েকশ গজ দূরেই দু'জন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতা হয়।
দু'জন প্রার্থীই ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ বলছে।
এসময় গুলিতে একজন মারা যায়। তবে নিহত ব্যক্তি কোন পক্ষের সমর্থক নয় বলে জানিয়েছে পুলিশ।
দেশের বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল, রাতে ব্যালটে সিল মারা এবং ভোটারদের ভোটকেন্দ্র আসতে বাধা দেবার অভিযোগ এসেছে।
এমন অবস্থায় বেশ কয়েকটি কেন্দ্রে নির্বাচন কমিশন ভোট গ্রহণ স্থগিত করেছে।
যেসব জায়গা থেকে অনিয়মের খবর পাওয়া গেছে সেগুলো হচ্ছে কুমিল্লা, চট্টগ্রামের সীতাকুণ্ড, জামালপুর, মাদারীপুর এবং জামালপুর।
ঢাকার কাছেই ধামরাই পৌরসভা থেকে বিবিসির সংবাদদাতা রাকিব হাসনাত জানিয়েছেন সেখানকার বিএনপি প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু অভিযোগ করেছেন ,পাঁচ-ছয়টি ভোটকেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের জোরপূর্বক বের করে দিয়েছে ক্ষমতাসীনরা।
বিবিসির সংবাদদাতা জানিয়েছেন ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে প্রায় দেড় ঘন্টার মতো ভোটগ্রহণ বন্ধ ছিল।
স্বতন্ত্র একজন প্রার্থী অভিযোগ করেছেন সেই কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কেন্দ্র দখল করে সিল মারা হচ্ছিল।
কিন্তু প্রিসাইডিং অফিসার এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন ব্যালট পেপার না থাকায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
সেখানকার আওয়ামী লীগ প্রার্থী গোলাম কবির মোল্লা বলেছেন বিএনপি প্রার্থীর অভিযোগ সত্য নয়।
বিবিসি’র সংবাদদাতা বলছেন ভোটকেন্দ্র গুলোর বাইরে আওয়ামী লীগে সমর্থকদের বেশ তৎপরতা দেখা গেলেও বিএনপি সমর্থকদের কোন তৎপরতা চোখে পড়েনি।
এবারই প্রথম দলীয় ভিত্তিতে এই স্থানীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ভোটারদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।
নির্বাচনের প্রচারণার সময় দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে।
সাত বছর পর আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় প্রতীক নৌকা এবং ধানের শীষ নিয়ে এই প্রথম একটি নির্বাচনে মুখোমুখি হয়েছে।
ইরাকের আনবার প্রদেশের সরকারের প্রধান কার্যালয়ে সে দেশের নিরাপত্তাবাহিনী জাতীয় পতাকা তুলে ধরেছে।
বহুদিন তীব্র লড়াইয়ের পর ইসলামিক স্টেট বা আইএস’র কাছ থেকে সরকারী সৈন্যরা শহরটিকে পুনরায় দখল করে নিয়েছে।
এর ফলে ইরাকে ইসলামিক স্টেট বেশ কোনঠাসা হয়ে পড়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে গ্রামের কিছু এলাকায় তারা এখন রয়েছে। এছাড়া যুদ্ধ বিধ্বস্ত শহরগুলোতেও তাদের সামান্য কিছু তৎপরতা আছে।
তবে শহরাঞ্চলের কিছু জায়গায় আইএস’র কর্মকাণ্ড থাকবে। যেমন আত্নঘাতি গাড়ি বোমা হামলা চালানোর মতো সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না।
তবে আগে তাদের যে শক্ত অবস্থান ছিল সেটি আর তারা আর ফিরে পাবে বলে মনে হয়না।
রামাদি শহরের উপর থেকে আইএস’র নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি অনেকটা নিশ্চিতই ছিল।
ইরাকের সরকারী বাহিনী যাতে মসুল শহর আক্রমণ করতে না পারে সেজন্য রামাদি শহর থেকেই তারা প্রতিরোধ গড়ে তুলতো। আইএস’র আরেকটি শক্ত ঘাটি হচ্ছে মসুল শহর।
এর আগে ২০১৩ সালে ফালুজা শহরের নিয়ন্ত্রণ হারায়। রামাদি শহরের নিয়ন্ত্রণ হারানোর পর আইএস এখন বুঝতে পারছে পরের লড়াই হবে মসুলে শহরে।
রামাদি শহরের শহরের উপর নিয়ন্ত্রণ ফিরে পাবার জন্য আইএস হয়তো আরেকবার চেষ্টা করতে পারতো।
কিন্তু তাদের সেই চেষ্টা সফল হবেনা কারণ ইরাকের সরকারী বাহিনী এখন মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তা নিয়ে এগুচ্ছে।
২০১৬ সালের প্রথম দিকে ইরাকের সরকারী বাহিনী আইএস’র হাত থেকে মসুল শহর ছিনিয়ে নেবার লড়াই শুরু করবে।
রামাদি শহর দখলের পর ইরাকের সরকারী বাহিনী আইএস’র বিরুদ্ধে রণকৌশল ভালো মতোই শিখেছে। তারা এখন জানে আইএস-কে কিভাবে পরাস্ত করতে হবে।
কারণ তাদের এখন মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তাও পাচ্ছে।
মসুল শহরের ক্ষেত্রে শিয়া-সুন্নি রাজনীতি একটি বড় বিষয়। মসুল শহরটি সুন্নি অধ্যুষিত। শিয়া যোদ্ধাদের সেখানকার অধিবাসীরা বিদেশী দখলদার হিসেবেই বিবেচনা করে।
ইরাকি বাহিনী যদি আইএস’র কাছ থেকে রামাদি শহর দখল করতে না পারতো তাহলে মসুলের দিকে অগ্রসর হওয়া তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়তো।
কিন্তু রামাদি দখলের অভিজ্ঞতা নিয়ে এখন তারা ধীরে ধীরে আইএস’র আরেকটি শক্ত ঘাটি মসুলের দিকে এগিয়ে যাবে।
সিরিয়া ও ইরাকে যৌথ বাহিনীর বিমান হামলায় কথিত ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর দশজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছে বলে একটি তালিকা দিচ্ছে মার্কিন সামরিক সূত্র।
ওই তালিকায় একজন বাংলাদেশীর নাম রয়েছে।
তার নাম সাইফুল হক সুজন।
সে ব্রিটেনে থেকে পড়াশোনা করা এক কম্পিউটার প্রকৌশলী।
মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বাগদাদ থেকে জানান, গত ১০ই ডিসেম্বর সিরিয়ার রাকা প্রদেশের কাছে বিমান হামলায় সাইফুলের মৃত্যু হয়।
“সে বহির্বিশ্বের সাথে যোগাযোগের পরিকল্পনাকারী হিসেবে কাজ করতো। ইসলামিক স্টেট গোষ্ঠীর হয়ে সে হ্যাকিং কর্মকাণ্ড, নজরদারী প্রতিরোধ প্রযুক্তি এবং অস্ত্র উন্নয়ন কাজেও নিয়োজিত ছিল”, বলছেন কর্নেল ওয়ারেন।
স্টিভ ওয়ারেন আরো বলছেন, সাইফুল হক সুজনের মৃত্যুকে আইএস বহির্বিশ্বের সাথে তার যোগাযোগের একটি উৎস হারালো।
কর্নেল ওয়ারেন গত এক মাসে সিরিয়া ও ইরাকে মোট দশজন নিহত হবার কথা জানান।
এদের মধ্যে অন্তত দুজনের কথা তিনি উল্লেখ করেন,যাদের সাথে প্যারিসে গত নভেম্বর মাসের হামলাকারীদের যোগাযোগ ছিল।
এদের একজনের নাম শারাফে আল মুদান বলে উল্লেখ করা হয়।
সে সিরিয়া ভিত্তিক একজন আইএস কমান্ডার ছিল যার সঙ্গে প্যারিসের মূল হামলাকারী আবদেল হামিদ আবাউদের সরাসরি যোগাযোগ ছিল বলে উল্লেখ করা হয়।
তার মৃত্যু হয় ২৪শে ডিসেম্বরের এক হামলায়।
আর এর দুদিন পর ইরাকের মসুলে এক হামলায় নিহত হয় আব্দুল কাদের হাকিম নামে আরেক আইএস কমান্ডারের। তার সাথেও প্যারিসের হামলাকারীদের সরাসরি যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহতদের মোট সংখ্যা নিয়ে মন্তব্যের জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়ে মঙ্গলবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঢাকায় বিএনপি প্রধান খালেদা জিয়ার বাসার কাছে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
ক্ষমাপ্রার্থনার দাবির পাশাপাশি ওই অবস্থান কর্মসূচি থেকে সরকারের কাছে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণহত্যা অস্বীকার বিষয়ে আইন করারও দাবি জানানো হয়েছে।
তবে বিএনপি তাদের এধরনের দাবির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে।
কিন্তু স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া যে মন্তব্য করেছেন তার জন্য কোনও মূল্য কী দলকে রাজনৈতিকভাবে দিতে হতে পারে?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক তারেক শামসুর রেহ্মান মনে করেন এই বিজয়ের মাসে মিসেস জিয়া এবং গয়েশ্বর চন্দ্র রায় এধরনের বক্তব্য কেন দিলেন সেটি বেশ বিভ্রান্তিকর।
তবে তিনি মনে করেন সঙ্গত কারণেই এই বক্তব্যের একটা রাজনৈতিক প্রভাব থাকবে।
তিনি ব্যাখ্যা করেন, বাংলাদেশে সুশীল সমাজের যে অংশটি বিএনপির প্রতি দুর্বল তারা এই বক্তব্যে বিভ্রান্ত হতে পারেন।
``দেশে একটা প্রচেষ্টা রয়েছে ধীরে ধীরে ২০১৯ সালের সাধারণ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার,`` তিনি বলেন, ``আমার কাছে মনে হয় তরুণ প্রজন্ম এই বক্তব্যে পর বিভ্রান্ত হতে পারে এবং তারা বিএনপির দিকে থেকে মুখ ঘুরিয়ে নিতে পারে।``
বিএনপির বিরুদ্ধে তার রাজনৈতিক প্রতিপক্ষের প্রচারের বিষয়টিকে উল্লেখ করে ড. রেহ্মান বলেন, বিএনপির বিরুদ্ধে বলা হয়ে থাকে যে তারা পাকিস্তানের স্বার্থ রক্ষা করে।
বিএনপি চেয়ারপার্সনের বক্তব্যকে রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
কিন্তু ক্ষমা চাওয়ার প্রশ্নে বিএনপির অবস্থান কী হতে পারে? তারেক শামসুর রেহ্মান মনে করেন বিএনপি এই দাবি উপেক্ষা করতে পারে।
তিনি বলেন, দলের তরফ থেকে বলা হতে পারে এটা খালেদা জিয়ার ব্যক্তিগত মতামত, দলের নয়। আবার এটাও বলা হতে পারে যে তিনি যা বলেছেন সেটার অর্থ বিকৃত করা হয়েছে, এটা ওনার বক্তব্য নয়। এই ধরনের কথা শর্মিলা বোসের বইতেও রয়েছে।
``কিন্তু সিরাজুর রহমানের বক্তব্যই হোক, কিংবা শর্মিলা বসুর বক্তব্যই হোক,`` তিনি বলেন, ``তার বলা উচিত ছিল যেহেতু আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমার একটা রাজনৈতিক ম্যাচিওরিটি আছে। তাই এই বিজয়ের মাসে আমি এই বক্তব্য দেব না।``
বাংলাদেশের গভীর রাজনৈতিক বিভেদের প্রসঙ্গটি উল্লেখ করে মি. রেহ্মান বলেন, স্বাধীনতা যুদ্ধ নিয়ে এই বক্তব্য যেমন অনাকাঙ্ক্ষিত, তেমনি খালেদা জিয়া এটা বলেছেন বলেই তার বাড়ি ঘেরাও করা হবে, সেটাও কাম্য নয়।
বাংলাদেশে সম্প্রতি জঙ্গি তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, এর পেছনে হয়তো আন্তর্জাতিকভাবে ইন্ধন থাকতে পারে।
বঙ্গভবনে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে মি: হামিদ বলেন মসজিদে আক্রমণ কিংবা ভিন্ন ধর্মাবলম্বীদের হুমকির এবং হামলার বিষয়গুলো বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক।
তিনি বলেন , "এটা আসলে আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত, কোনভাবে এটা বাংলাদেশ হতে পারে না। কারণ, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু এ দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম এবং এভাবেই তো দেশ চলছিল, কিন্তু হঠাৎ করে এটা দুঃখজনক।"
বিশ্বের বিভিন্ন মুসলিম-প্রধান দেশে এক ধরনের অস্থিরতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সেসব দেশের ঘটনা প্রবাহের আঁচ হয়তো বাংলাদেশেও পড়ছে।
বাংলাদেশে সম্প্রতি জঙ্গি কর্মকাণ্ড বেড়ে যাবার পেছনে বিদেশী শক্তির সম্পৃক্ততার বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন না রাষ্ট্রপতি।
তিনি বলেন, “কারণ আপনি জানেন, বেশ কিছু কাল যাবতই চলছে, আফগানিস্তানে চলছে, এরপর পাকিস্তানে চলছে, এরপর ইরাকে চলছে এসব যুদ্ধ-টুদ্ধ বিভিন্ন ইলামিক কান্ট্রিতে চলছে, আমার মনে হয় ওখানের ঘটনা প্রবাহ পাশাপাশি মানে আন্তর্জাতিকভাবেও এর পেছনে কিছু ইন্ধন দেয়া- এগুলো হয়তো থাকতে পারে।”
বাংলাদেশে সম্প্রতি আশুরার সমাবেশ কিংবা কয়েকটি মসজিদে হামলার ঘটনা অনেকেই উদ্বিগ্ন করে তুলেছে। মসজিদে হামলার মতো ঘটনাগুলো পাকিস্তানে হরহামেশাই দেখা যায়।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি কখনোই পাকিস্তান বা আফগানিস্তানের মতো হবেনা।
মি: হামিদ বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য রাজনৈতিক উস্কানি থাকতে পারে বলে তিনি মনে করেন।
রাষ্ট্রপতি বলেন, “অনেকে অপচেষ্টা চালাতে পারে। কিন্তু আমি এখনো বিশ্বাস করি ,বাংলাদেশে-পাকিস্তান বা আফগানিস্তানের মত একটা জঙ্গি চেহারায় নিয়ে যেতে পারবে না।”
তিনি বলেন কিছু কিছু রাজনৈতিক দল সাম্প্রদায়িক রাজনীতি করে। জঙ্গি কার্যক্রম বৃদ্ধির পেছনে সেসব দলের ধর্মীয় রাজনীতি উস্কানি দিতে পারে বলে রাষ্ট্রপতি ধারনা করছেন।
তবে বাংলাদেশের বেশির ভাগ মানুষই এসব কর্মকাণ্ডে বিশ্বাস করেনা বলে রাষ্ট্রপতি মনে করেন।
তিনি বলেন রাষ্ট্রীয়ভাবে এটা কঠোরভাবে দেখতে হবে পাশাপাশি সামাজিকভাবেও সচেতনতা তৈরি করতে হবে।
(রাষ্ট্রপতির পুরো সাক্ষাৎকারটি আপনারা দেখতে পাবেন বিবিসি বাংলার প্রবাহ টিভির অনুষ্ঠানে। প্রচারিত হবে চ্যানেল আইতে আগামী ৩১শে ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯:৩০ মিনিটে।)
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মার্দানের এক সরকারি অফিসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন আরও বহু মানুষ।
ঘটনাটি ঘটেছে মার্দানের এনডিআরএ অফিসে যেখানে বহু মানুষ মঙ্গলবার সকালে ভীড় করেছিলেন তাদের সরকারি পরিচয়পত্র সংগ্রহ করার জন্য।
কোন গোষ্ঠী এখনেও এই হামলার দায় স্বীকার করেনি।
কোন কোন খবরে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারী মোটর সাইকেলে চড়ে ঐ অফিসে আসে এবং গেটের কাছে বিস্ফোরণ ঘটায়।
বছরখানেক আগে পাকিস্তানের পেশাওয়ারে একটি স্কুলে তালেবানের হামলায় ১৫০ জন নিহত হওয়ার পর সরকার জঙ্গীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে।
ঐ ঘটনার পর এটাই পাকিস্তানে তালেবানের সবচেয়ে বড় হামলা।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী মার্দান পেশাওয়ার থেকে ৩০ কিলোমিটার দূরে।
ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এর আগেও উঠেছে, বিশেষত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে।
ভারতের সেনাবাহিনীর তিনজন সদস্য একটি চলন্ত ট্রেনে কলকাতার একজন নাবালিকা কিশোরীকে মাদক দিয়ে বেহুঁশ করে লাগাতার গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত তিনজন সেনা জওয়ানের মধ্যে একজনকে মঙ্গলবার হাওড়ার জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধর্ষণকারী হিসেবে চিহ্নিত বাকি দুই সেনা সদস্য এখনও পলাতক।
সোমবার ঝাড়খন্ডের মধুপুরে অমৃতসর এক্সপ্রেস নামে ট্রেনটি থামিয়ে তার ‘মিলিটারি কম্পার্টমেন্ট’ বা সেনাদের জন্য সংরক্ষিত বিশেষ কামরা থেকে নাটকীয়ভাবে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ বা জিআরপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার আদালতে গোপন জবানবন্দি দেবে ওই নাবালিকা।
এদিন সকালে অভিযুক্ত জওয়ান মঞ্জরীশ ত্রিপাঠি ও ওই নির্যাতিতাকে পশ্চিমবঙ্গের হাওড়ায় নিয়ে আসেন মধুপুর জিআরপি থানার ওসি অর্জুন তিওয়ারি।
এই গণধর্ষণের তদন্তভারও তুলে দেওয়া হয় হাওড়া জিআরপি-র হাতে
ভারতের পূর্বাঞ্চলীয় সেনা সদর দফতর ফোর্ট উইলিয়াম থেকে সেনাবাহিনীর তরফেও একটি তদন্তকারী দল পাঠানো হয়েছে।
রবিবার হাওড়া স্টেশন থেকে অমৃতসর এক্সপ্রেসের সেনা-জওয়ানদের জন্য সংরক্ষিত কামরায় উঠে পড়েছিল ওই কিশোরী।
অভিযোগ, এর পরই তাকে মদ খাইয়ে বেহুঁশ করে চলন্ত ট্রেনে গণধর্ষণ করে তিন সেনা জওয়ান।
পরে ঝাড়খণ্ডের মধুপুরে ওই কামরা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ওই নাবালিকাকে।
দেওঘর হাসপাতালে নাবালিকার মেডিক্যাল পরীক্ষা হয়।
রবিবার রেল পুলিশকে ওই কিশোরীর বাবা জানিয়েছিলেন, তার মেয়ে বাড়ি থেকে পালিয়ে হাওড়া স্টেশনে গেছে, সম্ভবত সে লুধিয়ানা যাচ্ছিল প্রেমিকের সঙ্গে দেখা করতে।
রেলওয়ে কর্তৃপক্ষকে মেয়ের একটি ছবিও দেন বাবা।
সেই ছবি মিলিয়ে দেখেই স্টেশনের সিসিটিভি ফুটেজ ঘেঁটে আবিষ্কার হয়, মেয়েটি পাঞ্জাবগামী অমৃতসর এক্সপ্রেসে উঠেছে।
এরপরই সোমবার ঝাড়খণ্ডের মধুপুর জিআরপি ট্রেনটি থামিয়ে মেয়েটির খোঁজে তল্লাসি শুরু করে এবং মিলিটারি কম্পার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীকে।
ঘুষ নেয়ার অপরাধে ১৮ মাসের জেল হয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের।
আগামী বছর ১৫ই ফেব্রুয়ারি থেকে তার সাজার মেয়াদ শুরু হবে।
গত বছর ইসরায়েলের একটি নিম্ন আদালত ঘুষ নেয়ার অপরাধে মি. ওলমার্টকে ছয় বছর কারাদন্ড দেয়।
এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।
শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে তার সাজার মেয়াদ কমিয়ে ১৮ মাস করে।
জেরুসালেমের মেয়র পদে থাকার সময় মি. ওলমার্ট একটি রিয়েল এস্টেট কেলেংকারিতে এই ঘুষ খান বলে অভিযোগ করা হয়।
গুলশানে অবস্থান কর্মসূচিতে যোগ দেন সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ক্ষমাপ্রার্থনার আহ্বান জানিয়েছে প্রতিবাদকারীরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত গুলশান-২ মোড়ে একটি অবস্থান কর্মসূচি পালন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বেশ কয়েকটি সংগঠন।
প্রতিবাদকারীদের সাথে যোগ দেন সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
ক্ষমাপ্রার্থনার দাবীর পাশাপাশি অবস্থান কর্মসূচি থেকে সরকারের কাছে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা করারও আহ্বান জানানো হয়।
কর্মসূচি থেকে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা অস্বীকার বিষয়ে আইন করারও দাবী জানানো হয়। এসময় সংসদ সদস্য তারানা হালিমও সেখানে উপস্থিত ছিলেন।
কর্মসূচির আগে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসা এবং কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক বলেন, "মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপার্সনের মন্তব্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ঘেরাও কর্মসূচির কারণেই ঐ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।"
মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা সংসদসহ কয়েকটি সংগঠনের সদস্যরা খালেদা জিয়ার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
ঘেরাওকারীদের গুলশান-২ মোড়েই আটকে দেয় পুলিশ। সেখানেই বিক্ষোভকারীরা অবস্থান করেন।
গত ২২শে ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে মিসেস জিয়া মন্তব্য করেন যে, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক রয়েছে।
এরপর এক ফেসবুক বার্তায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ির সামনে প্রতিবাদ জানানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়।
ধূমপায়ীদের কফ নিয়ে সতর্ক করছে স্বাস্থ্যবিষয়ক সংস্থা
ধূমপায়ীদের কফ গুরুতর রোগের সংকেত হতে পারে বলে সতর্ক করে দিচ্ছে ব্রিটেনের একটি স্বাস্থ্যবিষয়ক সংস্থা।
পাবলিক হেলথ ইংল্যান্ডের নতুন এক প্রচারণায় বলা হচ্ছে, অনেক ধূমপায়ীই ফুসফুসের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) ঝুঁকির বিষয়ে অসতর্ক।
সিওপিডির ফলে শ্বাসনালী সরু হয়ে পড়ে এবং এর ফলে সিড়ি দিয়ে ওঠার মতো সহজ কাজেও মানুষ হাপিয়ে উঠতে পারে।
পরিসংখ্যানে দেখা গেছে, ইংল্যান্ডে প্রায় ১০ লাখ মানুষ এই রোগে আক্রান্ত, যার প্রতি ১০ জনের নয় জনের ক্ষেত্রেই এর কারণ ধূমপান।
ফুসফুসের বেশ কিছু গুরুতর রোগের ক্ষেত্রে সিওপিডি পরিভাষাটি ব্যবহার করা হয়। চিকিৎসা নেই
এই রোগে আক্রান্ত ব্যক্তিরা শ্বাসনালী সরু হয়ে যাওয়া এবং ফুসফুসের টিস্যু ধ্বংস হবার কারণে শ্বাস নিতে সমস্যায় ভোগেন।
সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কায়িক পরিশ্রমর সময় শ্বাসকষ্ট, নিয়মিত কফ এবং বুকে সংক্রমণ।
পাবলিক হেলথ ইংল্যান্ড বলছে, ধূমপায়ীরা প্রায়সময়ই 'ধূমায়ীদের কফের' মতো প্রাথমিক উপসর্গগুলোকে আমলে না নিয়ে ধূমপান চালিয়ে যান, ফলে অবস্থারও অবনতি ঘটে।
যদিও এই অবস্থার কোন নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে ধূমপান ছেড়ে দেয়া, বিশেষ ব্যয়াম এবং অষুধের মাধ্যমে সিওপিডির অগ্রগতি কমিয়ে আনা যায়।
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন এবং তার স্ত্রী নিত্য শাহাদাত হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন জানিয়েছেন, মি. হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে নারী এবং শিশু নির্যাতন আইনে দায়েরকৃত মামলায় অভিযোগপত্র জমা দেয়া হয়েছে।
১১ বছর বয়সী গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে গত ৩রা অক্টোবর নিত্য শাহাদাতকে গ্রেপ্তার করে পুলিশ। এর দুদিন পর জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত হোসেন আদালতে আত্মসমর্পণ করেন। পরে তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বর্তমানে তারা উভয়েই জামিনে রয়েছেন।
পুলিশ বলছে, তথ্য-প্রমাণ এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তারা মামলার আসামীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছেন।
স্থানীয়দের কাছে খবর পেয়ে গত ৬ই সেপ্টেম্বরে পল্লবীর কালশী থেকে মারাত্মক আহত অবস্থায় গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে উদ্ধার করে পুলিশ।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের তর্জমা নিয়ে তীব্র বিতর্কের মুখে চীনের এক প্রকাশক দোকান থেকে সব বই প্রত্যাহার করেছে।
চীনা ঔপন্যাসিক ফেঙ টাঙের অনুবাদ যৌন আবেদনে ভরপুর বলে অভিযোগ করা হচ্ছে।
স্ট্রে বার্ডস` (Stray Birds) নামে ইংরেজিতে লেখা রবীন্দ্রনাথের এই কাব্য গ্রন্থটি প্রকাশিত হয় ১৯১৬ সালে। এতে ৫০টি কবিতা রয়েছে।
মি. ফেঙের অনুবাদের সমলোচনা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপল্স ডেইলি সংবাদপত্র এক পর্যালোচনায় বলছে, আগে এই কবিতার যে অনুবাদ চীনা ভাষায় হয়েছে, মি. ফেঙের অনুবাদ তার চেয়ে অনেকখানি ভিন্ন।
ঐ নিবন্ধে বলা হয়েছে, অনুবাদ করতে গিয়ে মি. ফেঙ যে সব শব্দ চয়ন করেছেন তা এতটাই অশালীন যে তা মোটেই গ্রহণযোগ্য নয়।
তবে অনুবাদের মানের প্রশ্নে নিজের কাজকে সমর্থন করে মি. ফেঙ বলছেন, তার অনুবাদে কোন ভুল নেই।
ডংফাঙ ডেইলি সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ``কাব্যগ্রন্থের মূল ভাষা এবং কবির মনোভাবনার নানা রকম ব্যাখ্যা হতে পারে। এর মধ্যে কোন্টি ঠিক এটা কে দাবি করতে পারে?``
স্ট্রে বার্ডসের মূল ইংরেজি কবিতাটি:
The world puts off its mask of
vastness to its lover.
It becomes small as one song,
as one kiss of the eternal
ফেঙ টাঙের চীনা অনুবাদের ইংরেজি তর্জমা:
The vast world unzips its trousers in front of its lover
Long as a tongue kiss
Slim as a verse
গিনির সর্বশেষ ইবোলা রোগীকে ২০১৫ সালের নভেম্বরে হাসপাতাল থেকে রিলিজ করা হয়
ইবোলা মহামারি ছড়িয়ে পড়ার প্রায় দুই বছর পর গিনিকে ইবোলামুক্ত ঘোষণা দিতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কনসার্ট এবং আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে এই ঘোষণাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে গিনির বাসিন্দারা।
ইবোলা আক্রান্ত হয়ে শুধুমাত্র গিনিতেই প্রায় আড়াই হাজার মানুষ মারা গেছেন এবং পাশ্ববর্তী সিয়েরা লিওন ও লাইবেরিয়ার মৃতের সংখ্যা আরো প্রায় নয় হাজার।
গত নভেম্বরে সিয়েরা লিওনকে ইবোলামুক্ত হিসেবে ঘোষণা করা হয়, তবে সেপ্টেম্বরে ইবোলামুক্ত ঘোষণা করা হলেও লাইবেরিয়ায় ইবোলার নতুন রোগী শণাক্ত করা হয়েছে।
সর্বশেষ রোগী শনাক্তের পর থেকে দুই দফায় ২১ দিনের ইনকিউবেশন সময় পার হবার পরই কোন দেশকে মানুষ থেকে মানুষে ইবোলার সংক্রমণ মুক্ত হিসেবে ঘোষণা করা হয়।
জাতিসংঘের হিসেবে, গিনির মোট ৬,২২০ টি শিশু ইবোলার কারণে মা-বাবার একজন অথবা উভয়কেই হারিয়েছে।
ফেসবুকে খালেদা জিয়ার বাড়ির সামনে প্রতিবাদ জানানোর আহ্বান করেন সজীব ওয়াজেদ জয়
বাংলাদেশের ঢাকার গুলশানে বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসা এবং কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক বলেন, "মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপার্সনের মন্তব্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ঘেরাও কর্মসূচির কারণেই ঐ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।"
মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা সংসদসহ কয়েকটি সংগঠণের সদস্যরা খালেদা জিয়ার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
পুলিশ বলছে, তারা ঘেরাওকারীদের গুলশান-২ মোড়েই আটকে দিয়েছেন এবং তাদেরকে খালেদা জিয়ার বাড়ির কাছে যেতে দেয়া হবে না। সেখানেই এখন বিক্ষোভকারীরা অবস্থান করছেন।
গুলশান-২ মোড়ে প্রতিবাদকারীদের সাথে যোগ দিয়েছেন সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
গত ২২শে ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে মিসেস জিয়া মন্তব্য করেন যে, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক রয়েছে।
এরপর এক ফেসবুক বার্তায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ির সামনে প্রতিবাদ জানানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়।
কিছুদিন আগেই জাপানে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জয় করে বার্সেলোনা
স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনা একজন খেলোয়াড়কে নিয়োগের এক দিনের মধ্যেই তাকে বহিষ্কার করেছে।
সার্জি গার্দিওলা নামের ঐ খেলোয়াড় বার্সেলোনার ঘোর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের সমর্থক এবং বার্সেলোনার সমর্থকরা টুইটারে তার কিছু আক্রমণাত্মক মন্তব্য আবিষ্কার করার পর তাকে দল থেকে বাদ দেয়া হয়।
দুই বছর আগে করা ঐ টুইটে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে বার্সেলোনা এবং কাটালোনিয়াকে কটাক্ষ করেছিলেন সার্জি গার্দিওলা।
বার্সেলোনা তার চুক্তি বাতিল করে এবং বার্সেলোনার বি টিমে তার ক্যারিয়ার মাত্র ৭ ঘণ্টায় শেষ হয়ে যায়।
ক্রিসমাসের দিনে একটি কনডম মেশিনে বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি করতে গিয়ে প্রাণ হারিয়েছেন একজন জার্মান পুরুষ।
২৯ বছর বয়স্ক ঐ জার্মান তার দুই সহযোগীকে নিয়ে এক কনডম ভেন্ডিং মেশিনে ঘরে তৈরি একটি বোমা সংযুক্ত করে তাদের গাড়িতে আশ্রয় নেন।
কিন্তু নিহত ব্যক্তি গাড়ির দরজা বন্ধ করার আগেই বিস্ফোরণ ঘটে এবং উড়ে আসা একটি স্টিলের টুকরো তাকে আঘাত করে।
সহযোগীরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও আঘাতের কারণে ঐ ব্যক্তি মৃত্যুবরণ করেন।
সিঁড়ি থেকে পড়ে গিয়ে ঐ ব্যক্তি আহত হয়েছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রাথমিকভাবে দাবী করেন তার সহযোগীরা। কিন্তু পরে তাদের একজন স্বীকার করেন যে তারা ভেন্ডিং মেশিনে বিস্ফোরন ঘটিয়েছিলেন।
পুলিশ নিশ্চিত করেছে যে, ঐ মেশিন থেকে কোন কনডম বা অর্থ খোয়া যায়নি।
বেঁচে যাওয়া দুজনকে পরে গ্রেপ্তার করে পুলিশ।
জার্মানির রাস্তায় বিভিন্ন স্বয়ংক্রিয় কনডম ভেন্ডিং মেশিন থেকে অর্থের বিনিময়ে কনডম কিনতে পারেন ক্রেতারা।
বাংলাদেশে ক্যান্সার আক্রান্তদের মধ্যে অধিকাংশ রোগীই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন বলে জানাচ্ছে জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট।
সংস্থাটি বলছে, বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত পুরুষদের মধ্যে শতকরা প্রায় ২৮ ভাগই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত এবং নারী-পুরুষ মিলিয়ে ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ শতাংশ।
নানান বয়সী প্রায় ১১ হাজার ক্যান্সার আক্রান্ত নারী ও পুরুষের উপরে গবেষণা করে বাংলাদেশে ক্যান্সারের প্রকোপ বিষয়ে আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট।
জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট হাসপাতালের ক্যান্সার এপিডেমিওলজি বিষয়ক প্রধান ড. হাবিবুল্লাহ তালুকদার বলছেন, ধুমপানকেই ফুসফুসের ক্যান্সারের মূল কারণ হিসেবে তারা দেখেছেন এবং এরপরই রয়েছে বায়ুদূষণ।
তবে শুধুমাত্র নারীদের ক্ষেত্রে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি বলে প্রতিবেদনে উঠে এসেছে।
ড. তালুকদার বলছেন, ১০ বছর আগেও এক গবেষণায় তারা দেখেছিলেন বাংলাদেশে নারীদের মধ্যে জরায়ুমুখের ক্যান্সারের প্রকোপটাই বেশি। তবে এখন স্তন ক্যান্সারের রোগীই তারা বেশি দেখতে পাচ্ছেন।
সার্বিকভাবে হাসপাতালে ক্যান্সারের রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানাচ্ছেন ড. তালুকদার।
অপরিশোধিত জ্বালানি তেলের অব্যাহত দরপতনের ফলে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবে এবছরের বাজেট ঘাটতি ৯ হাজার ৮ শ' কোটি ডলারে গিয়ে ঠেকেছে।
রাজা সালমানের অধীনে প্রথম বাজেটে আশার বিপরীতে ১৫ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে, যেখানে ব্যয় হয়েছে ধারণার চেয়ে ১৩ শতাংশ বেশি।
সৌদি আরব বলছে দেশটির বিশালাকায় বাজেট ঘাটতি মোকাবেলার লক্ষ্যে জ্বালানী তেল সহ অন্যান্য নিয়মিত নাগরিক সেবার উপর থেকে ভর্তুকি প্রত্যাহার করে নেবে।
সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হচ্ছে কোনও কোনও পণ্যের ক্ষেত্রে পেট্রোলের দাম শতকরা ৫০ ভাগ পর্যন্ত বাড়বে, যদিও বিশ্লেষকদের মতে তাতেও এই মূল্য আন্তর্জাতিক বাজারের তুলনায় সস্তাই থাকবে।
দেশটিতে ডিজেল, বিদ্যুৎ এবং পানির দামও বাড়বে।
রাজা সালমান বলেছেন, এই বাজেটটি ঘাটতির কারণ "তেলের দরপতন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং পার্শ্ববর্তী কিছু দেশে অস্থিরতা।"
রামাদিতে গিয়ে বিবিসির টমাস ফেসি বলছেন, শহরটিতে ইরাকি সৈন্যদের বুটের শব্দ আর সতর্ক দৃষ্টি ছাড়া জীবনের আর কোনো চিহ্ন নেই।
ইরাকি সৈন্যরা রামাদিকে কথিত ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর দখল থেকে উদ্ধার করেছে।
মে মাস থেকে আইএসের দখলে থাকা এই গুরুত্বপূর্ণ শহরটির দখল ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।
তিনি ঘোষণা দিয়েছেন আসছে নতুন বছরে আইএসকে তার দেশ থেকে পুরোপুরি বিতাড়িত করা হবে।
আর রামাদির পর তারা এখন মসুল উদ্ধারে মনোযোগ দেবে।
রামাদিতে এখন চলছে সেনাবাহিনীর তল্লাশি অভিযান।
এ অবস্থায় শহরের ভেতর দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন বিবিসির সংবাদদাতা টমাস ফেসি।
তিনি শহরের যে চিত্র দেখেছেন, তাকে তিনি বর্ণনা করছেন, যুদ্ধে ছিন্নভিন্ন এক ভূখণ্ড হিসেবে।
এক দশকেরও বেশি সময় ধরে এই রামাদিকে সইতে হয়েছে আরো বহু সংঘর্ষের বিভীষিকা।
কিন্তু আইএসের সঙ্গে এই এক সপ্তাহের লড়াইয়েই রামাদি লণ্ডভণ্ড হয়ে গেছে।
ধূলিসাৎ হয়ে গেছে শহরটির নাগরিক ভূচিত্র বা ল্যান্ডস্কেপ।
প্রধান সড়কগুলো এখন ইরাকি সৈন্যরা পরিষ্কার করার চেষ্টা করছে।
কিন্তু ভবনের ধ্বংসস্তূপের ভেতরে একটু উঁকি দেবার সাহসও যেন কারো নেই।
সবখানেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আইএস যোদ্ধাদের পেতে রাখা বুবি ট্র্যাপ।
আর বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ।
ইউফ্রেটিস নদীর তীরে যে শান্ত রামাদি একদা ছিল ছবির মত সুন্দর, তা আজ ভুতুড়ে এক নগরী।
নদীর উপর সেতুগুলো ভাঙ্গা। গুড়িয়ে দেয়া হয়েছে শহরের বিশ্ববিদ্যালয়টিকেও।
কোনো ভবনই এখানে অক্ষত নেই।
বাংলাদেশের বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে বুধবারের পৌর নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করার আয়োজন সম্পন্ন হয়েছে।
তবে একি সাথে তিনি বলেছেন শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকবে বিএনপি।
প্রায় দু মাসের লন্ডন সফর শেষে ঢাকায় ফিরে এমন সময়ে খালেদা জিয়া ঢাকায় এ সংবাদ সম্মেলন করলেন যখন প্রথম বারের মতো দলীয় ভিত্তিতে ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের আর মাত্র বাকী একদিন।
গত কয়েকদিন ধরেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা নির্বাচনে নানা অনিয়ম, দলীয় প্রার্থীদের উপর হামলাসহ সহ সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেসব অভিযোগ করছিলেন, দলটির চেয়ারপার্সনের আজকের বক্তব্যে মূলত সেটিই উঠে এসে।
কোন আলোচনা ছাড়াই দলীয় ভিত্তিতে পৌর নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয়ার সমালোচনা করে তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি দাবি করে নির্বাচন কমিশনের সমালোচনা করেন।
তিনি বলেন, “আসন্ন পৌর নির্বাচনকে প্রহসনে পরিণত করার সব আয়োজন সম্পন্ন হয়েছে। বিরোধী দলে অফিস ও প্রার্থীদের ওপর হামলা, প্রচারণায় বাধা দেয়া দেয়া, ভয় ভীতি প্রদর্শন চরম আকার ধারণ করেছে। সন্ত্রাসী ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর একশ্রেণীর সদস্যকে ব্যবহার করা হচ্ছে”।
তার অভিযোগ সরকারি দলের সন্ত্রাসীরা বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার করছে, সশস্ত্র হামলা করছে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছেনা। ভোট কেন্দ্র দখলেরও হুমকি দেয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
দীর্ঘ লিখিত বক্তৃতায় খালেদা জিয়া তার দলের প্রার্থী, প্রার্থীদের সম্ভাব্য এজেন্ট ও সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দেয়ার অভিযোগ তুলে খালেদা জিয়া পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সেনাবাহিনী মোতায়েনের মতো কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি।
"আমরা জানি না, আর কত ভয়াবহ অবস্থা হলে নির্বাচন কমিশন সেনা মোতায়েনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করবেন।"
তিনি বলেন সরকার নির্বাচনে প্রহসনের নির্বাচনে পরিণত করার পরিকল্পনা নিয়েছে। তবে কোন পরিস্থিতিতেই বিএনপির নির্বাচন থেকে সরে যাওয়ার সম্ভাবনা যেটি সরকারি দলের নেতারা গত কয়েকদিন ধরে বলছিলেন তা নাকচ করে দেন তিনি।
তিনি বলেন,” নির্বাচনকে তারা হোন্ডা, ডাণ্ডা আর গুণ্ডার নির্বাচনে পরিণত করেছে। আপনারা সবাই মিলের দলে দলে ভোট কেন্দ্রে হাজির হয়ে সর্বশক্তি দিয়ে নিজেদের ভোটের মর্যাদা রক্ষায় আপ্রাণ চেষ্টা করবেন”।
খালেদা জিয়া বলেন, " জনতার ঐক্যবদ্ধ শক্তি কোন স্বৈরশাসকের অসৎ উদ্দেশ্য ব্যর্থ করে দেয়ার জন্যে যথেষ্ট। আমরাও শেষ পর্যন্ত নির্বাচনী যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছি"।
বিএনপি চেয়ারপার্সন নির্বাচনে শাসক দলের প্রভাব বিস্তারের চেস্টার অভিযোগ তুলে তা রুখে দেয়ার জন্যে ভোটার বিশেষ করে তার সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন।
পৌর নির্বাচনে ভোটারদের সর্বশক্তি দিয়ে ভোটের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধান বিরোধীদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, ''যারা আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, যারা আপনাদের নির্বাচিত প্রতিনিধিদের অপকৌশলে সরিয়ে দিয়েছে, তাদের ভোট চাইবার কোনো অধিকার নেই”।
বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের গ্রহণযোগ্যতার সঙ্কটের প্রতি ইঙ্গিত করে মিসেস জিয়া বলেন, সরকার দলীয় ভিত্তিতে পৌর মেয়র নির্বাচন করার ব্যবস্থা সেই সংকট থেকে উত্তরণের দুরাশা নিয়ে।
''তারা এই নির্বাচনে সকল রকম অনিয়মের মাধ্যমে ফলাফল পাল্টে দিয়ে দেশবাসী এবং পৃথিবীকে দেখাতে চায় যে, তাদেরও জনপ্রিয়তা আছে।''
এদিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে খালেদা জিয়ার বক্তব্যের বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হয়নি।
তবে আজই দুপুরে কমিশনে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বিএনপির গত কিছুদিন ধরে নির্বাচন নিয়ে যেসব অভিযোগ করছে সেগুলোকে গতানুগতিক হিসেবে আখ্যায়িত করেছেন। যদিও তিনি বলেছেন কোন অভিযোগের সত্যতা পেলে কমিশন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। রাকিব হাসনাতবিবিসি বাংলা, ঢাকা
বিজেপি সভাপতি অমিত শাহ্`র ঘনিষ্ট বলে পরিচিত রাম মাধব (বাঁয়ে)।
বাংলাদেশ, পাকিস্তান ও ভারত মিলে একদিন আবার মানুষের ইচ্ছাতেই এক অখন্ড ভারত গড়ে তোলা সম্ভব – বিজেপির প্রভাবশালী নেতা রাম মাধব এই মন্তব্য করার পর দলের পক্ষ থেকে সেটাকে তার ব্যক্তিগত মত বলে বর্ণনা করা হয়েছে।
বিজেপি এই বিতর্কিত মন্তব্য থেকে নিজেদের দূরে রাখতে চাইলেও তাদের আদর্শিক অভিভাবক বলে পরিচিত বলে আরএসএস অবশ্য দাবি করছে ‘অখন্ড ভারত’ কোনও অবাস্তব কল্পনা নয়।
ভারতের বিরোধী দল কংগ্রেস আবার এই ভাবনা-কে ভারতের কূটনীতির জন্য চরম বিপর্যয় বলেই মনে করছে।
কিন্তু কেন অখন্ড ভারত নিয়ে আচমকা এই বিতর্ক?
আল-জাজিরা টেলিভিশন চ্যানেলে অখন্ড ভারত নিয়ে মুখ খুলে যিনি তোলপাড় ফেলে দিয়েছেন – বিজেপির সেই সাধারণ সম্পাদক রাম মাধব দলের খুব ক্ষমতাশালী একজন নীতি-নির্ধারক হিসেবেই পরিচিত।
বহু বছর আরএসএসের মুখপাত্রের দায়িত্ব পালন করার পর সঙ্ঘই তাকে বিজেপিতে পাঠিয়েছে দল আর আরএসএসের মধ্যে সমন্বয় রাখার দায়িত্ব দিয়ে।
এমন কী কাশ্মীরে পিডিপি-র সঙ্গে সমঝোতা কিংবা বাংলাদেশে বিএনপি-র সঙ্গে দলের যোগাযোগও সামলান তিনি।
এহেন রাম মাধবকেই জিজ্ঞেস করা হয়েছিল অখন্ড ভারত নিয়ে এখন আরএসএসের মনোভাব কী? উত্তরে তিনি স্পষ্ট বলেন মাত্র ৬০ বছর আগে ঐতিহাসিক কারণে যে ভৌগোলিক ভূখন্ডগুলো আলাদা হয়েছিল, আরএসএস বিশ্বাস করে মানুষের ইচ্ছাতেই তা আবার এক হয়ে অখন্ড ভারত গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, ``একজন আরএসএস সদস্য হিসেবে আমিও তা মনে করি। তবে তার মানে এই নয় যে এর জন্য আমরা কোনও দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব বা কোনও দেশ দখল করে নেব। ``
সপ্তাহ তিনেক আগে রেকর্ড করা এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরই তা নিয়ে হইচই পড়ে যায়।
ঘটনাচক্রে ঠিক সে সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আচমকা পাকিস্তান সফরে গিয়েছিলেন। তাই অনেকেই বলতে শুরু করেন মি. মোদির উদ্যোগকে ভেস্তে দিতেই আরএসএস এমন একটা অন্তর্ঘাতমূলক মন্তব্য করেছে।
মি. মাধব নিজে সাফাই দিয়ে বলেন, ইন্টারভিউটা অনেক আগে রেকর্ড করা।
আর এরপর বিজেপি-র পক্ষ থেকে এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল অখন্ড ভারতের প্রশ্নে সরকারের অবস্থান কিন্তু সম্পূর্ণ আলাদা।
দলের জাতীয় মুখপাত্র এম জে আকবর বলেন, ``ভারত ও পাকিস্তান কিন্তু দুটো সার্বভৌম দেশ হিসেবেই পরস্পরের সঙ্গে আলাপ-আলোচনা করে থাকে – আর সেটাই বাস্তব। সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ীজি লাহোর গিয়েও ঠিক এ কথাটাই বলেছিলেন। রাম মাধবের কোনও ব্যক্তিগত মত থাকতেই পারে, কিন্তু আমি মনে করি না সরকারের অবস্থান নিয়ে এখানে কোনও ব্যাখ্যা দেওয়ার দরকার আছে।``
বিজেপি দূরত্ব বজায় রাখতে চাইলেও কেন রাম মাধব এ কথা বললেন তা নিয়ে অবশ্য তুমুল জল্পনা শুরু হয়ে গেছে। বিজেপির শরিক ও ক্যাবিনেট মন্ত্রী রামবিলাস পাসোয়ানও এর মধ্যে বলে ফেলেছেন, অখন্ড ভারত খুবই সম্ভব।
আবার আরএসএসের পক্ষ থেকে বলা হয়েছে অখন্ড ভারত আসলে একটা কালচারাল কনসেপ্ট বা সাংস্কৃতিক ভাবনা – রাজনৈতিক নয়।
সঙ্ঘের প্রবীণ নেতা এমজি বৈদ্যর কথায়, ``ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তান একদিন আবার জুড়তেই পারে – ইতিহাসে এর অনেক দৃষ্টান্ত আছে। দুই জার্মানি একদিন এক হয়েছে, ভিয়েতনাম দু`ভাগ হয়েও আবার জুড়েছে, অনেকে দুই কোরিযারও মিলন চান। ফলে ভারতও কেন নয়? কিন্তু আমি মনে করি এখানে পদক্ষেপটা নিতে হবে মুসলিমদের – বিশেষ করে ভারতীয় মুসলিমদের।``
কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি যদিও মনে করছেন অখন্ড ভারতের প্রসঙ্গ তুললে সেটা বাংলাদেশ বা পাকিস্তানে শুধু দক্ষিণপন্থী শক্তি বা মৌলবাদীদেরই উস্কানি দেবে। ফলে তার মতে ভারতের কূটনীতির জন্য এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না।
সারা ভারত জুড়ে আরএসএসের অজস্র শাখায় প্রভাতী অনুশীলনের সময় আজও অখন্ড ভারতেরই জয়গান গাওয়া হয়।
ভারতের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের মিলন যতই অবাস্তব ও অসম্ভব শোনাক – সঙ্ঘের নেতারা এখনও যে সেই স্বপ্নে বিভোর, রাম মাধবের সাক্ষাৎকার সেটাই আরও একবার সামনে এনে দিল।
‘লাভ এ্যান্ড সেক্স’ ট্যুরের অংশ হিসেবে কলম্বোর রাগবি স্টেডিয়ামে গান করেন ইগলেসিয়াস
কলম্বোতে এনরিকে ইগলেসিয়াসের কনসার্ট চলাকালে প্রহরার কঠোর বেষ্টনী ভেঙ্গে মঞ্চে উঠে পড়ে গায়ককে চুম্বনের চেষ্টা করে উন্মত্ত মেয়ে ভক্তরা।
কেউ গায়কের দিকে ছুড়ে দেয় নিজেদের অন্তর্বাস।
দেশের মেয়েদের এহেন আচরণকে অসভ্যের আচরণ বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
তিনি বলেছেন, এ ধরণের আচরণ শ্রীলঙ্কার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়।
কিন্তু তবু ঐ আচরণের জন্য মেয়েদের নয়, বরং আয়োজকদের ধরে বিষাক্ত ষ্টিংরের লেজ দিয়ে বানানো চাবুক দিয়ে পেটানো উচিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট।
মধ্যযুগে শ্রীলঙ্কায় এ ধরণের শাস্তির বিধান ছিল।
ইগলেসিয়াস গত সপ্তাহে নিজের ‘লাভ এ্যান্ড সেক্স’ ট্যুরের অংশ হিসেবে কলম্বোর রাগবি স্টেডিয়ামে এক কনসার্টে গান করেন।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠানের মালিক ক্রিকেটের সাবেক বিশ্ব তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধানে।
প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোন মন্তব্য করেনি।
থার্টি ফার্স্টে নিরাপত্তার স্বার্থে বুধবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান করতে দেবে না পুলিশ।
এছাড়া ঐদিন সন্ধ্যা থেকে ১লা জানুয়ারি সকাল পর্যন্ত রাজধানীর সব বার ও ক্লাব বন্ধ থাকবে।
গুরুত্বপূর্ণ এলাকায় বসবে চেকপোস্ট, চলবে টহল।
দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, নিরাপত্তার স্বার্থেই নববর্ষ উদযাপনে কড়াকড়ি আরোপ করা হচ্ছে।
রাজধানীর কোনো সড়কের মোড়, ফ্লাইওভার বা রাস্তায় কোনো ধরনের জমায়েত বা উৎসবের আয়োজন করা যাবে না।
কোনো অনুষ্ঠান করা যাবে না উন্মুক্ত স্থানেও।
ঐদিন নগরীর বিভিন্ন সড়কে যান চলাচলে সাময়িক কড়াকড়ি আরোপ করা হয়েছে।
গুলশান, বারিধারা, বনানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে বাড়ি ফিরতে অনুরোধ করা হয়েছে।
এছাড়া, ৩১শে ডিসেম্বর রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত সব ধরনের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ থাকবে।
এর আগে রোববার কক্সবাজারে সমুদ্র সৈকতসহ সকল উন্মুক্ত স্থানে ৩১শে ডিসেম্বর থেকে পরের ছয়দিন আয়োজিত যেকোনো অনুষ্ঠান সূর্যাস্তের আগে শেষ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
ঐ সময় সৈকতে ‘মেগা বিচ কার্নিভাল’ নামে বর্ষবরণের এক আয়োজন করছে জেলা প্রশাসন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেসব কোরীয় যৌন দাসী জাপানী সেনা কর্মকর্তা ও জওয়ানদের মনোরঞ্জনে বাধ্য হয়েছিলেন, তাদের ক্ষতিপূরণ দেবে জাপান।
এজন্য দক্ষিণ কোরিয়াকে প্রায় সাড়ে আট মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান।
সিউলে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত এলো আজ।
বিষয়টি নিয়ে দুই দেশের বৈরিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই চলছে।
ধারণা করা হয়, প্রায় দুই লক্ষ নারীকে সেসময় যৌন দাসত্বে বাধ্য করা হয়েছিল, যাদের একটি বড় অংশ ছিলেন কোরিয়ায় অধিবাসী।
দক্ষিণ কোরিয়া বরাবরই এজন্য জাপানকে ক্ষমাপ্রার্থনার দাবী জানিয়ে আসছে।
আর সেই সঙ্গে, ক্ষতিগ্রস্ত নারী যাদের মাত্র ছেচল্লিশ জন এখন বেঁচে আছেন, তাদের ক্ষতিপূরণ দেবার দাবী জানিয়ে আসছে।
এ দাবীতে সরকারের সাথে যুক্ত হয়েছে দেশটির নারীবাদী সংগঠনগুলোও।
দক্ষিণ কোরিয়ার সাথে জাপানের মূল বৈরিতার দুটি কারণের মধ্যে এটি অন্যতম।
আর অপর কারণ নানজিং গণহত্যা।
আর এই দীর্ঘ দ্বন্দ্বে সমাপ্তি ঘটাতে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন আজ।
আগেই ধারণা করা হচ্ছিল, এ বৈঠক থেকে ভালো কোন ঘোষণা আসতে পারে।
কারণ, জাপান আগেই জানিয়েছিল, কোরীয় যৌন দাসীদের ক্ষতিপূরণ দিতে তারা একটি সরকারী বরাদ্দ স্থাপনের কথা ভাবছে।
দীর্ঘ রোগভোগের পর ইয়েমেনে মারা গেছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী নাসের আল-বাহরি।
আবু জান্দাল নামে পরিচিতি মি. আল-বাহরি শনিবার ইয়েমেনের দক্ষিণের শহর মুকাল্লার একটি হাসপাতালে মারা গেছেন, বলে বিবিসিকে জানিয়েছে হাসপাতাল সূত্র।
ওসামা বিন লাদেন যখন আফগানিস্তানে ছিলেন, মি. আল-বাহরি তার ব্যক্তিগত গাড়ির চালক হিসেবেও কাজ করেছেন।
ইয়েমেনের নাগরিক মি. আল-বাহরি, গুয়ানতানামো বে কারাগার থেকে ছাড়া পাবার পর ২০০৮ সালে নিজের দেশে ফিরে আসেন।
নব্বইয়ের দশকে বসনিয়া, সোমালিয়া এবং আফগানিস্তানে জঙ্গি হামলা চালানোর ক্ষেত্রে মি. আল-বাহরি সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।
পরে তিনি আল কায়েদা থেকে বেরিয়ে যান।
ইয়েমেনের তরুণ প্রজন্ম সন্ত্রাসবাদে উৎসাহিত হচ্ছে বলে ২০১০ সালে বিবিসি’র সাথে এক সাক্ষাৎকারে মি. আল-বাহরি সতর্কবাণী দিয়েছিলেন।
আজ সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণার সময়সীমা।
প্রথমবারের মত দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় জাতীয় নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে দেশজুড়ে।
নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতী'র নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ, বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচনী প্রচারের সময় শান্তিপূর্ণ এবং অনিয়ম দু’ধরণের ঘটনাই দেখতে পেয়েছেন তারা।
তিনি বলেছেন, চট্টগ্রাম ও বরিশালসহ অনেক জায়গায় শান্তিপূর্ণ এবং ভালো পরিবেশে প্রচারণা চালিয়েছে প্রার্থীরা।
সেসব জায়গার নির্বাচনী আচরণবিধি নিয়েও বড় কোন অভিযোগ শোনা যায়নি।
তবে, সেই সঙ্গে দেশের অনেক জায়গায় সহিংসতা এবং অনিয়মের ঘটনা দেখতে পেয়েছেন তারা।
মিজ মুর্শিদ বলছেন, প্রাক নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক নয়।
কারণ ভোটারদের মধ্যে এক ধরণের আশংকা রয়েছে।
এক্ষেত্রে নির্বাচন কমিশন যদি কোন শক্ত ব্যবস্থা নিতে পারে, তাহলে ভোটারদের মধ্যে আস্থা তৈরি হবে।
বাংলাদেশে আগামী বুধবার ৩০শে ডিসেম্বর পৌর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রথম বারের মত দলীয় প্রতীক নিয়ে হতে যাওয়া এই স্থানীয় নির্বাচনে ভোটারদের ওপর জাতীয় রাজনীতির পুরো প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন মিজ মুর্শিদ।
কারণ এখানে সবগুলো বড় রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
নিয়ম অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের সব ধরনের প্রচারণা শেষ করতে হবে।
ফলে আজ সোমবার দিবাগত মধ্যরাতেই প্রার্থীদের সব ধরণের প্রচারণা বন্ধ করতে হবে।
সেই সঙ্গে ভোট শেষের পরবর্তী ৪৮ ঘণ্টাও কোনো মিছিল-শোডাউন করা যাবে না।
নিহতরা জেএমবি সদস্য এবং নিজেদের বোমার আঘাতেই তাদের মৃত্যু হয়েছে বলে র্যাবের ধারণা
bangladesh_rab
bangladesh_rab
bangladesh_rab
বাংলাদেশের গাজীপুরে এক জঙ্গি আস্তানায় মধ্যরাতে চালানো এক অভিযানে দুজন নিহত হয়েছে বলে র্যাব জানিয়েছে।
অভিযান শেষে ব্রিফিংয়ে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের ভোগড়া এলাকায় বাইপাস সড়কের কাছের একটি পরিত্যক্ত বাড়িতে ও আশেপাশের এলাকায় রোববার মধ্যরাতে এই অভিযান শুরু করে র্যাব।
ঐ এলাকা র্যাব ঘিরে ফেলার পর জঙ্গিরা র্যাবের ওপর হামলা চালালে র্যাবও পাল্টা গুলি চালায়।
পরে বাড়ির ভেতর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে র্যাব।
যদিও মৃতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কিছু জানায়নি র্যাব।
তবে মি. খান জানিয়েছেন, নিহত দুজন জেএমবি সদস্য এবং নিজেদের বোমার আঘাতেই তাদের মৃত্যু হয়েছে বলে র্যাব ধারণা করছে।
অভিযানে র্যাবের একজন সদস্যও আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে র্যাব বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই, একটি পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এর আগে ঢাকার মিরপুর ও চট্টগ্রামের হাটহাজারিতে জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে গ্রেনেড, স্নাইপার রাইফেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
সাফ টুর্নামেন্টের দুই ম্যাচে সাত গোল খেয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন।
রবিবার কেরালায় এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মামুনুল ইসলাম জানিয়েছেন, আগামীকাল ভুটানের বিপক্ষে শেষ ম্যাচটিতে অধিনায়ক হিসেবে খেলার পর এই পদে আর থাকতে চান না তিনি।
ভুটানও এই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে।
ফলে আগামীকাল ভুটানের সাথে বাংলাদেশের শেষ ম্যাচটি হতে যাচ্ছে শুধুমাত্র আনুষ্ঠানিকতার।
তাই দুটো দলই বলছে, অন্তত শেষ ম্যাচে তারা সান্ত্বনার জয় পাওয়ার চেষ্টা করবেন।
অধিনায়ক মামুনুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, “এই দল নিয়ে সামনে এগুনো খুব কঠিন। দায়িত্ব নিয়ে সবসময় হারতে চাই না।”
বলেছেন, এই ভরাডুবির জন্যে তিনি খুবই লজ্জিত।
এর আগের দুটি ম্যাচে বাংলাদেশ দল শিরোপাধারী আফগানিস্তানের কাছে ৪-০ গোলে এবং মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরেছে।
মামুনুল বলেন, এতো পরাজয়ের ভার তিনি আর বইতে পারছেন না।
শোচনীয় এই পরাজয়ের জন্যে বাংলাদেশ দলের কোচ মারুফুল হকও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।
বলেছেন, এই ব্যর্থতার জন্যে তিনিই দায়ী।
সাংবাদিকদের কাছে তিনি ইঙ্গিত দিয়েছেন, এরকম পরাজয়ের পর তিনি নিজেও আর কোচ থাকতে আগ্রহী নন।
সাফ ফুটবলে বাংলাদেশের এটাই সবচে শোচনীয় পরাজয়।