মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

থার্টি ফার্স্টে সন্ধ্যার পর অনুষ্ঠানে কড়াকড়ি

 

     new_year
                 ঢাকার কোনো সড়কের মোড়, ফ্লাইওভার বা রাস্তায় কোনো ধরনের জমায়েত বা উৎসবের আয়োজন করা যাবে না
থার্টি ফার্স্টে নিরাপত্তার স্বার্থে বুধবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান করতে দেবে না পুলিশ।
এছাড়া ঐদিন সন্ধ্যা থেকে ১লা জানুয়ারি সকাল পর্যন্ত রাজধানীর সব বার ও ক্লাব বন্ধ থাকবে।
গুরুত্বপূর্ণ এলাকায় বসবে চেকপোস্ট, চলবে টহল।
দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, নিরাপত্তার স্বার্থেই নববর্ষ উদযাপনে কড়াকড়ি আরোপ করা হচ্ছে।
রাজধানীর কোনো সড়কের মোড়, ফ্লাইওভার বা রাস্তায় কোনো ধরনের জমায়েত বা উৎসবের আয়োজন করা যাবে না।
কোনো অনুষ্ঠান করা যাবে না উন্মুক্ত স্থানেও।
new_year                 ৩১শে ডিসেম্বর সন্ধ্যা থেকে ১লা জানুয়ারি সকাল পর্যন্ত রাজধানীর সব বার ও ক্লাব বন্ধ থাকবে                
ঐদিন নগরীর বিভিন্ন সড়কে যান চলাচলে সাময়িক কড়াকড়ি আরোপ করা হয়েছে।
গুলশান, বারিধারা, বনানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে বাড়ি ফিরতে অনুরোধ করা হয়েছে।
এছাড়া, ৩১শে ডিসেম্বর রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত সব ধরনের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ থাকবে।
এর আগে রোববার কক্সবাজারে সমুদ্র সৈকতসহ সকল উন্মুক্ত স্থানে ৩১শে ডিসেম্বর থেকে পরের ছয়দিন আয়োজিত যেকোনো অনুষ্ঠান সূর্যাস্তের আগে শেষ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
ঐ সময় সৈকতে ‘মেগা বিচ কার্নিভাল’ নামে বর্ষবরণের এক আয়োজন করছে জেলা প্রশাসন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন