মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

মাত্র সাত ঘণ্টায় বার্সেলোনা থেকে বহিষ্কার সার্জি গার্দিওলা

 
    barcelona                 কিছুদিন আগেই জাপানে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জয় করে বার্সেলোনা    
            
স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনা একজন খেলোয়াড়কে নিয়োগের এক দিনের মধ্যেই তাকে বহিষ্কার করেছে।
সার্জি গার্দিওলা নামের ঐ খেলোয়াড় বার্সেলোনার ঘোর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের সমর্থক এবং বার্সেলোনার সমর্থকরা টুইটারে তার কিছু আক্রমণাত্মক মন্তব্য আবিষ্কার করার পর তাকে দল থেকে বাদ দেয়া হয়।
দুই বছর আগে করা ঐ টুইটে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে বার্সেলোনা এবং কাটালোনিয়াকে কটাক্ষ করেছিলেন সার্জি গার্দিওলা।
বার্সেলোনা তার চুক্তি বাতিল করে এবং বার্সেলোনার বি টিমে তার ক্যারিয়ার মাত্র ৭ ঘণ্টায় শেষ হয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন