বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

ঘুষ নিয়ে জেলে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী

 
    এহুদ ওলমার্ট ২০০৯ সালে পদত্যাগ করেন।                 এহুদ ওলমার্ট ২০০৯ সালে পদত্যাগ করেন।      
          
ঘুষ নেয়ার অপরাধে ১৮ মাসের জেল হয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের।
আগামী বছর ১৫ই ফেব্রুয়ারি থেকে তার সাজার মেয়াদ শুরু হবে।
গত বছর ইসরায়েলের একটি নিম্ন আদালত ঘুষ নেয়ার অপরাধে মি. ওলমার্টকে ছয় বছর কারাদন্ড দেয়।
এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।
শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে তার সাজার মেয়াদ কমিয়ে ১৮ মাস করে।
জেরুসালেমের মেয়র পদে থাকার সময় মি. ওলমার্ট একটি রিয়েল এস্টেট কেলেংকারিতে এই ঘুষ খান বলে অভিযোগ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন