সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

সাফ টুর্নামেন্টে বাংলাদেশের ভরাডুবি: অধিনায়কের পদত্যাগের ঘোষণা

 

                               
সাফ টুর্নামেন্টের দুই ম্যাচে সাত গোল খেয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন।
রবিবার কেরালায় এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মামুনুল ইসলাম জানিয়েছেন, আগামীকাল ভুটানের বিপক্ষে শেষ ম্যাচটিতে অধিনায়ক হিসেবে খেলার পর এই পদে আর থাকতে চান না তিনি।
ভুটানও এই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে।
ফলে আগামীকাল ভুটানের সাথে বাংলাদেশের শেষ ম্যাচটি হতে যাচ্ছে শুধুমাত্র আনুষ্ঠানিকতার।
তাই দুটো দলই বলছে, অন্তত শেষ ম্যাচে তারা সান্ত্বনার জয় পাওয়ার চেষ্টা করবেন।
                 অধিনায়ক মামুনুল ইসলাম, তার ফেসবুক থেকে নেওয়া ছবি                
অধিনায়ক মামুনুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, “এই দল নিয়ে সামনে এগুনো খুব কঠিন। দায়িত্ব নিয়ে সবসময় হারতে চাই না।”
বলেছেন, এই ভরাডুবির জন্যে তিনি খুবই লজ্জিত।
এর আগের দুটি ম্যাচে বাংলাদেশ দল শিরোপাধারী আফগানিস্তানের কাছে ৪-০ গোলে এবং মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরেছে।
মামুনুল বলেন, এতো পরাজয়ের ভার তিনি আর বইতে পারছেন না।
                 বাংলাদেশের কোচ মারুফুল হক                
শোচনীয় এই পরাজয়ের জন্যে বাংলাদেশ দলের কোচ মারুফুল হকও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।
বলেছেন, এই ব্যর্থতার জন্যে তিনিই দায়ী।
সাংবাদিকদের কাছে তিনি ইঙ্গিত দিয়েছেন, এরকম পরাজয়ের পর তিনি নিজেও আর কোচ থাকতে আগ্রহী নন।
সাফ ফুটবলে বাংলাদেশের এটাই সবচে শোচনীয় পরাজয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন