কলম্বোতে এনরিকে ইগলেসিয়াসের কনসার্ট চলাকালে প্রহরার কঠোর বেষ্টনী ভেঙ্গে মঞ্চে উঠে পড়ে গায়ককে চুম্বনের চেষ্টা করে উন্মত্ত মেয়ে ভক্তরা।
কেউ গায়কের দিকে ছুড়ে দেয় নিজেদের অন্তর্বাস।দেশের মেয়েদের এহেন আচরণকে অসভ্যের আচরণ বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
তিনি বলেছেন, এ ধরণের আচরণ শ্রীলঙ্কার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়।
কিন্তু তবু ঐ আচরণের জন্য মেয়েদের নয়, বরং আয়োজকদের ধরে বিষাক্ত ষ্টিংরের লেজ দিয়ে বানানো চাবুক দিয়ে পেটানো উচিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট।
মধ্যযুগে শ্রীলঙ্কায় এ ধরণের শাস্তির বিধান ছিল।
ইগলেসিয়াস গত সপ্তাহে নিজের ‘লাভ এ্যান্ড সেক্স’ ট্যুরের অংশ হিসেবে কলম্বোর রাগবি স্টেডিয়ামে এক কনসার্টে গান করেন।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠানের মালিক ক্রিকেটের সাবেক বিশ্ব তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধানে।
প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোন মন্তব্য করেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন