সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত দুইজন

 

    bangladesh_rab                 নিহতরা জেএমবি সদস্য এবং নিজেদের বোমার আঘাতেই তাদের মৃত্যু হয়েছে বলে র‍্যাবের ধারণা                
bangladesh_rab
bangladesh_rab
bangladesh_rab
বাংলাদেশের গাজীপুরে এক জঙ্গি আস্তানায় মধ্যরাতে চালানো এক অভিযানে দুজন নিহত হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।
অভিযান শেষে ব্রিফিংয়ে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের ভোগড়া এলাকায় বাইপাস সড়কের কাছের একটি পরিত্যক্ত বাড়িতে ও আশেপাশের এলাকায় রোববার মধ্যরাতে এই অভিযান শুরু করে র‍্যাব।
ঐ এলাকা র‍্যাব ঘিরে ফেলার পর জঙ্গিরা র‍্যাবের ওপর হামলা চালালে র‍্যাবও পাল্টা গুলি চালায়।
পরে বাড়ির ভেতর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে র‍্যাব।
যদিও মৃতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কিছু জানায়নি র‍্যাব।
তবে মি. খান জানিয়েছেন, নিহত দুজন জেএমবি সদস্য এবং নিজেদের বোমার আঘাতেই তাদের মৃত্যু হয়েছে বলে র‍্যাব ধারণা করছে।
অভিযানে র‍্যাবের একজন সদস্যও আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে র‍্যাব বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই, একটি পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এর আগে ঢাকার মিরপুর ও চট্টগ্রামের হাটহাজারিতে জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে গ্রেনেড, স্নাইপার রাইফেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন