বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৮

 
    বিস্ফোরণে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেয়া হচ্ছে।বিস্ফোরণে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেয়া হচ্ছে।          
      
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মার্দানের এক সরকারি অফিসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন আরও বহু মানুষ।
ঘটনাটি ঘটেছে মার্দানের এনডিআরএ অফিসে যেখানে বহু মানুষ মঙ্গলবার সকালে ভীড় করেছিলেন তাদের সরকারি পরিচয়পত্র সংগ্রহ করার জন্য।
কোন গোষ্ঠী এখনেও এই হামলার দায় স্বীকার করেনি।
কোন কোন খবরে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারী মোটর সাইকেলে চড়ে ঐ অফিসে আসে এবং গেটের কাছে বিস্ফোরণ ঘটায়।
বছরখানেক আগে পাকিস্তানের পেশাওয়ারে একটি স্কুলে তালেবানের হামলায় ১৫০ জন নিহত হওয়ার পর সরকার জঙ্গীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে।
ঐ ঘটনার পর এটাই পাকিস্তানে তালেবানের সবচেয়ে বড় হামলা।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী মার্দান পেশাওয়ার থেকে ৩০ কিলোমিটার দূরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন