সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

শংকায় নই, সতর্ক আছি: পূজা উদযাপন পরিষদ

 
    durga                 রোববার থেকে শুরু হয়ে পাঁচ দিনব্যাপী চলবে দুর্গাপূজা          
      
বাংলাদেশে হিন্দুদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হচ্ছে দেবী বোধনের মধ্যে দিয়ে।
পূজা উপলক্ষে বাংলাদেশে তৈরি হয়েছে প্রায় ত্রিশ হাজারের মতো পূজা মণ্ডপ।
তবে এ বছর দুজন বিদেশী নাগরিকের হত্যাকাণ্ড, ব্লগার এবং ধর্মীয় ভিন্ন মতাবলম্বীদের উপর হামলা ও হত্যার কারণে পূজা উদযাপনের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানাচ্ছে পূজা উদযাপন পরিষদ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ বিবিসিকে বলেন, "আমরা শংকায় আছি বলতে চাই না, আমরা অধিকতর সংযত এবং সতর্ক থাকবো।"
তিনি বলেন, আয়োজকেরাও এবার স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়িয়েছেন এবং স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্রও দেয়া হয়েছে।
পূজা চলাকালীন সময়ে নিরাপত্তার খাতিরে এমপিদেরও নিজ নিজ এলাকায় থাকার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান মি. দেবনাথ।
তবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বলছে এবারও বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলা ও ভাংচুরের তথ্য তাদের কাছে রয়েছে। তাদের দাবি গতকাল পর্যন্ত পনেরোটির মতো মণ্ডপে এ ধরনের কিছু ঘটনা ঘটেছে।
পাঁচদিনের দুর্গাপূজা আনন্দের সাথেই শেষ করার বিষয়ে তারা আশাবাদী।

bbc bangla

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন