রাঙ্গামাটির বিলাইছড়ি সীমান্তে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে স্থানীয় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত ও যৌথ বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান হতাহতের খবর নিশ্চিত করেছেন। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, গত ৩রা অক্টোবর রাঙামাটির বিলাইছড়ি থেকে দুই পর্যটক এবং তাদের দুই গাইড নিখোঁজ হন। এখনও তাদের খোঁজ মিলেনি। তাদের উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এরমধ্যে বৃহস্পতিবার ভোরে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির পর আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রোববার দুপুরে পর্যটকদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলির ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজাতীয় সদস্য মেসন মুরুং। যৌথবাহিনীর আহত দুই সদস্যকে চট্টগ্রামের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
voa
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন