সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

প্রতিবাদের মুখে কিরগিজ এমপিদের চেয়ার কেনা স্থগিত

 
    kyrgyzstan_chair_mps                 কিরগিজ পার্লামেন্ট                
 
কিরগিজস্তানের পার্লামেন্টের সদস্যাদের জন্য বহুমূল্য নতুন চেয়ার কেনার এক পরিকল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিরোধিতার মুখে স্থগিত করা হয়েছে।
পার্লামেন্টে দফতর পরিকল্পনা করেছিল, এমপিদের জন্য ১২০টি নতুন চেয়ার কেনা হবে - যার প্রতিটির দাম ধরা হয়েছিল ২৬ লক্ষ কিরগিজ সোম - বা প্রায় ৩৮ হাজার মার্কিন ডলার।
গত মঙ্গলবার এ নিয়ে প্রকাশ্যে টেন্ডার হবার কথা ছিল। কিন্তু একটি নিউজ ওয়েবসাইট এ নিয়ে রিপোর্ট করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। এর পর চেয়ার কেনার প্রক্রিয়া স্থগিত করা হয়।
প্রশাসনিক কর্মকর্তা নূরবেক কাদিরভ বলছিলেন, বর্তমানে যে চেয়ারগুলোতে এমপিরা বসেন - তা ২০১০ সালে কেনা হয়েছিল, এবং সেগুলো অনেক পুরোনো হয়ে গেছে।তাদের পরিকল্পনা ছিল নতুন চেয়ার কেনা হলে পুরোনোগুলো স্কুল ও শিশুসদনে দান করা হবে।
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিবাদ ওঠার পর অনেকেই অনলাইনে নিজেদের কর্মস্থলের পুরোনো বা ভাঙাচোরা চেয়ারের ছবি প্রকাশ করতে থাকেন। তারা প্রশ্ন তোলেন কেন এমপিরা তাদের চেয়ার নিয়ে সন্তুষ্ট নন।
অনেকে দাবি করেন, এমপিদের নতুন চেয়ার কেনার জন্য নির্ধারিত টাকা ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে দান করা হোক।
কিরগিস্তানে মাত্র ২৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।

bbc bangla

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন