সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েলের প্রধানমন্ত্রীর সাথে জার্মানীতে দেখা করবেন

Kerry Harvard
                                                     
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, তিনি এ সপ্তাহে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সাথে জার্মানীতে দেখা করবেন। এরপর তিনি ফিলিস্তিনী নেতা মাহমুদ আব্বাসের সাথেও সাক্ষাৎ করবেন। ইজরায়েলী এবং ফিলিস্তিনীদের মধ্যে দুই সপ্তাহের বেশী সময় ধরে ভয়াবহ সংঘাতের পরিপ্রেক্ষিতে এই সাক্ষাৎ হতে যাচ্ছে। শনিবার ফিলিস্তিনী কিশোর এবং ইজরায়েলী পুলিশের মধ্যে অধিকৃত পশ্চিম তীরবর্তী শহর হেব্রন এবং জেরুজালেমে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে, একটি ১৬ বছরের মেয়েসহ অন্তত: চারজন ছুরি বহনকারী ফিলিস্তিনী আলাদা আলাদা ঘটনায় নিহত হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, হামলার ঘটনায় ইজরায়েলের কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছে। গত কয়েক সপ্তাহের পথ সহিংসতায় অন্তত: ৪০ জন ফিলিস্তিনী এবং সাত জন ইজরায়েলী নিহত হয়েছে।
voa

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন