সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

জলবায়ু পরিবর্তন: যে সংকটের মুখোমুখি পৃথিবী

 
    greenhouse_gas_emission_climate_change                           
প্যারিসে আজ কড়া নিরাপত্তার মধ্যে শুরু হচ্ছে বৈশ্বিক জলবায়ু সম্মেলন। জাতিসংঘের আয়োজিত এই সম্মেলনে ১৫০টি দেশের নেতা এবং ৪০ হাজার বিভিন্ন স্তরের প্রতিনিধি যোগ দিচ্ছেন - যার লক্ষ্য হচ্ছে কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী বৈশ্বিক চুক্তি করা।
সবশেষ বড় মাপের যে জলবায়ু সম্মেলন হয়েছিল ২০০৯ সালে কোপেনহেগেনে - তার চাইতেও বড় আকারে হচ্ছে এই সম্মেলনটি, কারণ এতে যোগ দিচ্ছেন ১৪৭টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানরা। কোপেনহেগেনের সম্মেলনে কার্বন নির্গমন কমানোর একটি বৈশ্বিক চুক্তি হবার আশা থাকলেও শেষ অবধি তা হয় নি - কারণ সব দেশের মধ্যে তা নিয়ে ঐকমত্য হয় নি।
তার পর ৬ বছর পার হয়েছে - বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থেকেছে, সংকট আরো ঘনীভূত হয়েছে।
কি সেই সংকটগুলো?
পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বাড়ছে
গত ১০০ বছরে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা শূন্য দশমিক ৮৫ ডিগ্রি (০.৮৫ ডিগ্রি সেলসিয়াস) বেড়েছে। এ যাবৎকালের ১৪টি উষ্ণতম বছরের মধ্যে ১৩টিই রেকর্ড করা হয়েছে একবিংশ শতাব্দীতে। এ ক্ষেত্রে ২০১৫ সাল উষ্ণতম বছরের আরেকটি নতুন রেকর্ড করতে যাচ্ছে।
বিশেষজ্ঞরা আশংকা করেন, যেভাবে এখন কার্বন নিগত হচ্ছে তাতে গড় তাপমাত্রা বৃদ্ধি ২১০০ সালের মধ্যেই ২ ডিগ্রি ছাড়িয়ে যাবে এবং তখন পৃথিবীর জলবায়ুতে গুরুতর বিপদজনক সব পরিবর্তন ঘটতে শুরু করবে।
এর মধ্যে খরা, বন্যা, ঝড়, তাপপ্রবাহ ইত্যাদি প্রকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়া, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়া, ফসল উৎপাদনের ধারায় পরিবর্তন, সুপেয় পানির সংকট ইত্যাদি অনেক ধরণের সম্ভাবনার কথা বলা হচ্ছে।
গ্রীনহাউজ গ্যাস নির্গমন বাড়ছে
শিল্পকারখানা, কৃষি ও যানবাহনে তেল-কয়লা-প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে শক্তি উৎপাদনের ফলে কার্বন ডাই-অক্সাইড গ্যাস নির্গমন বাড়ছে।
শিল্পবিপ্লবের পর এই গৗাস নির্গমন বেড়েছে ৩০ শতাংশ।
গত আট লক্ষ বছরের মধ্যে এখন পৃথিবীর বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এখন সবচাইতে বেশি।
এ প্রতিক্রিয়া কি হচ্ছে?
পৃথিবীর মেরু অঞ্চলগুলোর জমাট বেঁধে থাকা বরফ গলে যাচ্ছে । ১৯৮০ সালের তুলনায় ইতিমধ্যেই যে বরফ গলে গেছে তার পরিমাণ যুক্তরাজ্যের আয়তনের দশগুণ।
এর ফলে ১৯০০ সালের তুলনায় সমুদ্রের পানির উচ্চতা এর মধ্যেই গড়ে ১৯ সেন্টিমিটার বেড়ে গেছে। বেশ কিছু দ্বীপ ও নিম্ন উচ্চতার দেশ এখন ঝুঁকির মুখে আছে।
global warming                            

সবচেয়ে বেশি কার্বন নির্গত করছে কারা?
পৃথিবীর ৭০ ভাগ গ্রীনহাউজ গ্যাস নির্গত করছে মাত্র ১০টি দেশ। এর মধ্যে ২৪ শতাংশ নির্গমন হচ্ছে চীন থেকে, ১২ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং ৯ শতাংশ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে।
বিশেষজ্ঞরা বলছেন, এই কার্বন নির্গমন কমানোর জন্য একটি বৈশ্বিক পরিকল্পনা করতে হবে যা প্রতিটি দেশ মানতে বাধ্য থাকবে।
এমনি একটি পরিকল্পনা চুড়ান্ত করার জন্যই এই প্যারিস সম্মেলন।
এ ছাড়া আরো একটি বিষয় নিয়ে প্যারিসে সব দেশগুলোর ঐকমত্য হবার প্রয়োজন রয়েছে - তা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য দরিদ্রতর দেশগুলোকে সহায়তা করতে একটি ১০ হাজার কোটি ডলারের তহবিল গঠন করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন