বোলারদের নৈপুণ্যে স্কটল্যান্ডকে অল্প রানে বেধে ফেলার পর ব্যাট হাতে আয়েশা রহমান ও শারমিন আক্তারের দৃঢ়তায় ৮ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।
ব্যাংককের এশিয়ান ইন্সটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে রোববার টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। ২৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা।
ওই খাদের কিনারা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্কটিশ মেয়েরা। ১৯.১ ওভারে ৫৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
সর্বোচ্চ ১২ রান করেন ক্যাথরিন ব্রাইস। আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।
প্রতিপক্ষের প্রথম ছয় উইকেটের ৩টিই তুলে নিয়ে ম্যাচ সেরা হন রুমানা আহমেদ। খাদিজা তুল কুবরা ২ উইকেট নেন। আর ১টি করে উইকেট নেন জাহানারা আলম, পান্না ঘোষ ও ফাহিমা খাতুন।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে আয়েশা ও শারমিনের ব্যাটে সহজ জয় পায় বাংলাদেশ। ১২.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।
আয়েশা ২৪ ও শারমিন ২৬ রান করেন।
এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। তারা নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়েছিল।
আগামী মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে জিতলে আর কোনো হিসেব ছাড়াই শেষ চারে উঠে যাবে তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন