ওবায়দুল কাদের
কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের নিরাপত্তা পরিস্থিতিতে কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার মানিকগঞ্জ শহরে এক পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “দেশে কোনো অশান্তি নেই, নিরাপত্তারও ঘাটতি নেই। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে এ নিয়ে সংশয় অযৌক্তিক।”
দুই বিদেশি হত্যার ঘটনা ঘিরে বাংলাদেশ নিয়ে বিভিন্ন দেশের সতর্কতা জারির বিষয়ের দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, “যারা আমাদের দেশের নিরাপত্তা নিয়ে কথা বলেন, তাদের দেশে এর চেয়ে বড় বড় ঘটনা ঘটেছে।”
দুপুরে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি দুর্গামন্দিরে প্রতিমা পরিদর্শনের আগে মন্দিরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সড়কমন্ত্রী।
তিনি বলেন, সারা দেশে ২৯ হাজার পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা শান্তি বিঘ্নিত হয়েছে- এমন খবর পাওয়া যায়নি।
এ সময় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদু সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন