বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তৃতীয় আসরে ভালো করতে রংপুর রাইডার্স তাকিয়ে থাকবে দলের আইকন খেলোয়াড় সাকিব আল হাসানের দিকে। তবে তার সঙ্গীরাও কম যান না। সৌম্য সরকার, ড্যারেন স্যামি ও থিসারা পেরেরার মতো মারকুটে ব্যাটসম্যানরা এক ওভারেই ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসতে পারেন।
বৃহস্পতিবার আইকন ক্রিকেটারদের বেছে নেওয়ার লটারিতে এক নম্বর হওয়ার পর সাকিবকে বেছে নিতে মোটেও দেরি করেনি রংপুর।
উদ্বোধনী জুটিতে সৌম্য পাচ্ছেন লেন্ডল সিমন্সকে। ওয়েস্ট ইন্ডিজের এই ডানহাতি ব্যাটসম্যানদের রয়েছে বিভিন্ন দেশে খেলার অভিজ্ঞতা। ভালো শুরুর জন্য সৌম্য-সিমন্স জুটির ওপর নির্ভর করতেই পারে রংপুর।
সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন সৌম্য। ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যে তার রয়েছে বড় অবদান। তার উপর আস্থার কমতি নেই রংপুরের। 'প্লেয়ার্স বাই চয়েসে' সবার আগে তাকে ডাকাতেই মেলে এর প্রমাণ।
রংপুরের সেই অর্থে কোনো বিশেষজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান নেই। দুই উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, জহুরুল ইসলামের সঙ্গে সাকিব সেই ঘাটতি পূরণের সামর্থ্য রাখেন।
শেষের দিকে ঝড় তোলার জন্য ওয়েস্ট ইন্ডিজে স্যামির সঙ্গে আছেন শ্রীলঙ্কার থিসারা আর আফগানিস্তানের মোহাম্মদ নবি। ব্যাটিংয়ের সঙ্গে এই তিন অলরাউন্ডারের বোলিংটাও রংপুরের শক্তি বাড়াবে।
রংপুরের পেস বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী। পাকিস্তানের ওয়াহাব রিয়াজের সঙ্গে আছেন স্যামি-থিসারা। তাদের সঙ্গী হতে পারেন তরুণ আবু জায়েদ চৌধুরী। প্রয়োজনে সৌম্যকে দিয়েও বল করাতে পারবেন অধিনায়ক।
স্পিন বোলিং আক্রমণে সাকিব সঙ্গে পাচ্ছেন জাতীয় দলের সতীর্থ আরাফাত সানিকে। সঙ্গে আছেন আরও দুই বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব ও মুরাদ খান।
অফ স্পিন নিয়েও খুব একটা দুর্ভাবনা থাকার কথা নয় রংপুরের। শ্রীলঙ্কার অফ স্পিনার সচিত্রা সেনানায়েকের উপস্থিতি তাদের বোলিং আক্রমণের বৈচিত্র্য আরও বাড়িয়েছে।
রংপুর রাইডার্স:
দেশি: সাকিব আল হাসান (আইকন), সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, মুক্তার আলী, সাকলাইন সজীব, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, মুরাদ খান, রাসেল আল মামুন।
বিদেশি: ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, লেন্ডল সিমন্স, সচিত্রা সেনানায়েকে, মোহাম্মদ নবি, ওয়াহাব রিয়াজ।
bdnews24
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন