চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে শরণার্থী এবং অভিবাসীদের সঙ্গে ব্যবহারে ‘অহরহ’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জাইদ রাদ আল হুসেইন বলেছেন, চেক রিপাবলিক শরণার্থীদেরকে ৯০ দিন ধরে অত্যন্ত অবমাননাকর পরিস্থিতিতে আটকে রেখেছে।আটক রাখার জন্য পয়সাকড়ি আদায়ে তাদেরকে পুরোদস্তুর তল্লাশি চালানো হচ্ছে।
চেক কর্তৃপক্ষের এ ধরনের আচরণ এমনকি চেক প্রেসিডেন্ট মিলোস জিমানের মন্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন হুসেইন।
এক বিবৃতিতে তিনি বলেন, অন্যান্য ইউরোপীয় দেশগুলো যেখানে শরণার্থীদের চলাফেরা নিয়ন্ত্রণ করতে নীতি বাস্তবায়ন করছে সেখানে চেক রিপাবলিক দীর্ঘ সময় ধরে শরণার্থীদেরকে নিয়মিত আটকে রাখার পদক্ষেপ নিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে।
শরণার্থীদেরকে দেশটিতে প্রবেশ করা এবং সেখানে থাকার ব্যাপারে নিরুৎসাহিত করাই এর লক্ষ্য বলে মনে করছেন হুসাইন। bdnews24
চেক কর্তৃপক্ষের এ ধরনের আচরণ এমনকি চেক প্রেসিডেন্ট মিলোস জিমানের মন্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন হুসেইন।
এক বিবৃতিতে তিনি বলেন, অন্যান্য ইউরোপীয় দেশগুলো যেখানে শরণার্থীদের চলাফেরা নিয়ন্ত্রণ করতে নীতি বাস্তবায়ন করছে সেখানে চেক রিপাবলিক দীর্ঘ সময় ধরে শরণার্থীদেরকে নিয়মিত আটকে রাখার পদক্ষেপ নিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে।
শরণার্থীদেরকে দেশটিতে প্রবেশ করা এবং সেখানে থাকার ব্যাপারে নিরুৎসাহিত করাই এর লক্ষ্য বলে মনে করছেন হুসাইন। bdnews24
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন