আইকন ক্রিকেটার হিসেবে সিলেট সুপারস্টার্সের পছন্দ ছিল মুশফিকুর রহিম। আইকন ক্রিকেটারদের লটারিতে বাংলাদেশের টেস্ট অধিনায়ককেই বেছে নিয়েছে তারা। দলের অধিনায়কও যে মুশফিককেই করা হবে, সেটা নিয়ে সংশয় আছে সামান্যই।
বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককেও দলে টেনেছে সিলেট। আছেন ক্রিকেট বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি খেলে বেড়ানো ব্র্যাড হজ। ৪০ বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান টি-টোয়েন্টি খেলেছেন ২৪৩টি!
হজ ব্যাট করতে পারেন ওপেনিং থেকে শুরু করে যে কোনো পজিশনে। দলটির টপ অর্ডারে থাকছেন জুনায়েদ সিদ্দিক ও মারমুখি ইংলিশ ব্যাটসম্যান জশুয়া কব। প্রয়োজনে টপ অর্ডারে ব্যাট করতে পারেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান।
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদিকে নিশ্চিত করেছে তারা বেশ আগেই।
মিডল অর্ডারে ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারার সঙ্গে থাকছেন দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুল হক আর ‘ছক্কা মিলন’ খ্যাত নাজমুল হোসেন (মিলন)। বড় ভরসা হয়ে মুশফিক তো আছেনই।
স্পিন আক্রমণে রাজ্জাক-আফ্রিদির সঙ্গে থাকবেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম (অপু) ও শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস।
জাতীয় দলের দুই পেসার রুবেল হোসেন ও মোহাম্মদ শহীদের সঙ্গে ইংল্যান্ডের ক্রিস জর্ডান সামলাবেন পেস আক্রমণ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ফেরার পর সোহেল তানভীর যোগ দিলে দলটির পেস আক্রমণের ধার বাড়বে আরও।
সিলেট সুপারস্টার্স:
দেশি: মুশফিকুর রহিম (আইকন), রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, নুরুল হাসান, মোহাম্মদ শহীদ, নাজমুল ইসলাম অপু, জুনায়েদ সিদ্দিক, নাজমুল হোসেন মিলন, আবু সায়েম।
বিদেশি: শহিদ আফ্রিদি, রবি বোপারা, ব্র্যাড হজ, সোহেল তানভীর, ক্রিস জর্ডান, জশুয়া কব, অজন্তা মেন্ডিস।
বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককেও দলে টেনেছে সিলেট। আছেন ক্রিকেট বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি খেলে বেড়ানো ব্র্যাড হজ। ৪০ বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান টি-টোয়েন্টি খেলেছেন ২৪৩টি!
হজ ব্যাট করতে পারেন ওপেনিং থেকে শুরু করে যে কোনো পজিশনে। দলটির টপ অর্ডারে থাকছেন জুনায়েদ সিদ্দিক ও মারমুখি ইংলিশ ব্যাটসম্যান জশুয়া কব। প্রয়োজনে টপ অর্ডারে ব্যাট করতে পারেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান।
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদিকে নিশ্চিত করেছে তারা বেশ আগেই।
মিডল অর্ডারে ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারার সঙ্গে থাকছেন দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুল হক আর ‘ছক্কা মিলন’ খ্যাত নাজমুল হোসেন (মিলন)। বড় ভরসা হয়ে মুশফিক তো আছেনই।
স্পিন আক্রমণে রাজ্জাক-আফ্রিদির সঙ্গে থাকবেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম (অপু) ও শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস।
জাতীয় দলের দুই পেসার রুবেল হোসেন ও মোহাম্মদ শহীদের সঙ্গে ইংল্যান্ডের ক্রিস জর্ডান সামলাবেন পেস আক্রমণ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ফেরার পর সোহেল তানভীর যোগ দিলে দলটির পেস আক্রমণের ধার বাড়বে আরও।
সিলেট সুপারস্টার্স:
দেশি: মুশফিকুর রহিম (আইকন), রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, নুরুল হাসান, মোহাম্মদ শহীদ, নাজমুল ইসলাম অপু, জুনায়েদ সিদ্দিক, নাজমুল হোসেন মিলন, আবু সায়েম।
বিদেশি: শহিদ আফ্রিদি, রবি বোপারা, ব্র্যাড হজ, সোহেল তানভীর, ক্রিস জর্ডান, জশুয়া কব, অজন্তা মেন্ডিস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন