স্কুলছাত্রী কন্যাকে বিয়ে দেয়ার চেষ্টা করায় বাবাকে কারাদণ্ড আর মা'কে অর্থদণ্ড দিলো ভ্রাম্যমান আদালত।
বুধবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের পাঁচপীর এলাকায় এ ঘটনা ঘটেছে।এ সময় ওই এলাকার আব্দুর রশিদ ও নাজমা বেগমের অষ্টম শ্রেণীতে পড়ুয়া কন্যার গায়ে হলুদ অনুষ্ঠিত হচ্ছিলো।
আর তখনি ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে উপস্থিত হয় যার নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোখছানা বেগম।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুজ্জামান চৌধুরী বিবিসিকে জানান আদালত কনের বাবাকে ১৫দিনের কারাদণ্ড দেন।
আর কনের মা নাজমা বেগমকে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
দণ্ড দেয়ার পর রাতেই আব্দুর রশিদকে কারাগারে পাঠানো হয়ে। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন