টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল। শুধু তার উপস্থিতিই পারে বরিশাল বুলসকে শিরোপা লড়াইয়ে রাখতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যানের একার ওপর নির্ভরশীল দল নয় বরিশাল। সাব্বির রহমান, রনি তালুকদারও আছে দলটিতে।
গেইলের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে পারেন শাহরিয়ার নাফীস, বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে যিনি বিপিএলে শতক করেছেন। কিংবা তার জায়গা নিতে পারেন তরুণ রনি। জাতীয় দলের এই ক্রিকেটারের খেলার ধরণ পুরোপরি টি-টোয়েন্টির সঙ্গে মানানসই। এবারের বিপিএল নিজেকে প্রমাণের সঙ্গে তার অনেক কিছু শেখারও মঞ্চ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানের ছোট্ট তালিকাতেই থাকবেন সাব্বির। সেই তালিকা না থাকলেও বরিশালের আইকন খেলোয়াড় মাহমুদউল্লাহ যেকোনো ধরনের ক্রিকেটে কার্যকর ক্রিকেটার।
মেহেদি মারুফ, নাদিফ চৌধুরী, সাজেদুল ইসলাম, মোহাম্মদ শরিফউল্লাহ ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার।
স্পিন বোলিংয়ে আছেন অফ স্পিনার সোহাগ গাজী, লেগ স্পিনার সেকুগে প্রসন্ন ও বাঁহাতি স্পিনান ইমাদ ওয়াসিম। এই তিন জনের একটা জায়গায় দারুণ মিল- শেষের দিকে তারা ঝড় তুলেন নিয়মিতই। তাদের সঙ্গে থাকবেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
পেস বোলিংয়ে আল আমিন হোসেনের সঙ্গে থাকবেন সাজেদুল ইসলাম ও পাকিস্তানের মোহাম্মদ সামি। এছাড়া আছেন অলরাউন্ডার কেভন কুপার। বিপিএলের আগের দুই আসরেই নিয়মিত খেলার অভিজ্ঞতা আছে তার।
বিপিএলের আগের দুই আসরেই খেলার অভিজ্ঞতা আছে ব্রেন্ডন টেইলরেরও। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারেন তিনি। উইকেটের পেছনে দাঁড়ান আর নাই দাঁড়ান বরাবরই সফল তিনি।
বরিশাল বুলস:
দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), সাব্বির রহমান, আল আমিন হোসেন, সোহাগ গাজী, তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফীস, মেহেদি মারুফ, নাদিফ চৌধুরী, রনি তালুকদার, মোহাম্মদ শরিফউল্লাহ, সাজেদুল ইসলাম।
বিদেশি: ক্রিস গেইল, কেভন কুপার, আরভিন লুইস, ব্রেন্ডন টেলর, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি, ইমাদ ওয়াসিম।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানের ছোট্ট তালিকাতেই থাকবেন সাব্বির। সেই তালিকা না থাকলেও বরিশালের আইকন খেলোয়াড় মাহমুদউল্লাহ যেকোনো ধরনের ক্রিকেটে কার্যকর ক্রিকেটার।
মেহেদি মারুফ, নাদিফ চৌধুরী, সাজেদুল ইসলাম, মোহাম্মদ শরিফউল্লাহ ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার।
স্পিন বোলিংয়ে আছেন অফ স্পিনার সোহাগ গাজী, লেগ স্পিনার সেকুগে প্রসন্ন ও বাঁহাতি স্পিনান ইমাদ ওয়াসিম। এই তিন জনের একটা জায়গায় দারুণ মিল- শেষের দিকে তারা ঝড় তুলেন নিয়মিতই। তাদের সঙ্গে থাকবেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
পেস বোলিংয়ে আল আমিন হোসেনের সঙ্গে থাকবেন সাজেদুল ইসলাম ও পাকিস্তানের মোহাম্মদ সামি। এছাড়া আছেন অলরাউন্ডার কেভন কুপার। বিপিএলের আগের দুই আসরেই নিয়মিত খেলার অভিজ্ঞতা আছে তার।
বিপিএলের আগের দুই আসরেই খেলার অভিজ্ঞতা আছে ব্রেন্ডন টেইলরেরও। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারেন তিনি। উইকেটের পেছনে দাঁড়ান আর নাই দাঁড়ান বরাবরই সফল তিনি।
বরিশাল বুলস:
দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), সাব্বির রহমান, আল আমিন হোসেন, সোহাগ গাজী, তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফীস, মেহেদি মারুফ, নাদিফ চৌধুরী, রনি তালুকদার, মোহাম্মদ শরিফউল্লাহ, সাজেদুল ইসলাম।
বিদেশি: ক্রিস গেইল, কেভন কুপার, আরভিন লুইস, ব্রেন্ডন টেলর, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি, ইমাদ ওয়াসিম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন