রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

হেবরন ও জেরুসালেমে সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত

 
    palestinian_israeli_attack                 পূ্র্ব জেরুসালেমে নিহত হয় এক ফিলিস্তিনি               
 
ইসরায়েলের নিরাপত্তা বাহিনী বলছে, আজ কয়েকটি পৃথক ঘটনায় ইসরায়েলিদের ওপর ছুরি নিয়ে আক্রমণের চেষ্টার সময় তিন জন ফিলিস্তিনী নিহত হয়েছে।
নিহতদের মধ্যে একজন মহিলাও রয়েছে। পশ্চিম তীরের হেবরন শহরে একজন ইসরায়েলি নারী সৈন্যের গুলিতে তার মৃত্যু হয়।
এ ছাড়া একজন ইহুদি বসতিস্থাপনকারীর গুলিতে অপর এক ফিলিস্তিনি যুবক নিহত হয়।
বিবিসির সংবাদদাতা জানান, আরেকটি ঘটনা ঘটে জেরুসালেমের আরমোন হানাজতিভ এলাকায়। একজন আরব ব্যক্তির দিকে ইসরায়েলি সীমান্ত প্রহরী পুলিশ এগিয়ে গেলে লোকটি তাদের ছুরিকাঘাত করার চেষ্টা করে। পুলিশ তখন তার ওপর গুলি চালায়।
palestinian_israeli                          
যারা আক্রান্ত হয়েছিল তাদের কেউই গুরুতরভাবে আহত হয় নি।
গত এক মাসের মধ্যে জেরুসালেম সহ একাধিক জায়গায় প্রায় প্রতিদিনই ছুরি নিয়ে আক্রমণের ঘটনা ঘটছে।
এতে আটজন ইসরায়েলি এবং ৩০ জনেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে। এই ফিলিস্তিনিদের বেশির ভাগই সন্দেহভাজন আক্রমণকারী হিসেবে বা ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়।
ফিলিস্তিনি-ইসরায়েলি সহিংসতা বাড়তে থাকার প্রেক্ষাপটে মার্কিন সামরিক প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড ইসরায়েল সফরে যাচ্ছেন।
বিবিসির সংবাদদাতা বলছেন, এতে আভাস পাওয়া যাচ্ছে যে ঘটনাপ্রবাহ ওয়াশিংটনকে উদ্বেগে ফেলে দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন