বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

দাশিয়ারছড়ায় উচ্ছ্বাসে নতুন রং

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দাশিয়ারছড়ার প্রবেশমুখ থেকে শুরু হয়েছে তোরণ। এই রাস্তায় ইট-বালু বসেছে ছিটমহল বিলুপ্তির পর।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দাশিয়ারছড়ার প্রবেশমুখ থেকে শুরু হয়েছে তোরণ। এই রাস্তায় ইট-বালু বসেছে ছিটমহল বিলুপ্তির পর।

ছয় দশকেরও বেশি সময়ের বন্দিত্ব ভেঙে আড়াই মাস আগে বিলুপ্ত ছিটমহলগুলোতে নতুন জীবনের যে হাতছানি দেখা দিয়েছিল, দাশিয়ারছড়ায় তাতে নতুন রং চড়িয়েছে প্রধানমন্ত্রীর আসন্ন সফর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন