বাংলাদেশের ঢাকায় নিহত ইতালীয় নাগরিক তাভেলা চেজারের মরদেহ দেশটির দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে তার মরদেহ গ্রহণ করেন ইতালি দূতাবাসের দুইজন কর্মকর্তা।দূতাবাসের মধ্যস্থতায় আজ একটি বিমানে মরদেহ ইতালিতে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে তাভেলা চেজারেকে গুলি করে হত্যা করা হয়।
তিনি ঢাকায় বেসরকারি একটি সংস্থার কর্মকর্তা হিসাবে কাজ করছিলেন।
রংপুরে নিহত আরেকজন বিদেশী নাগরিক, জাপানের হোশি কুনিওকে মঙ্গলবার সেখানেই দাফন করা হয়েছে।
৩রা অক্টোবর রংপুরের কাউনিয়া থানায় আলুটারি এলাকায় অজ্ঞাত আততায়ীর গুলিতে নিহত হন মি. কুনিও।
এরপর থেকে তার লাশ রংপুর মেডিকেল কলেজের হিমঘরে রাখা ছিল। bbc bangla
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন