মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির কথিত এক নেতা রেনিন সু’কে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ ও বর্ডার গার্ড- বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।
রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানিয়েছেন, বুধবার ভোরে সেখানকার রাজস্থলী নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে বাংলাদেশে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
আটকের পর তাকে রাজস্থলী থানায় রাখা হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের দাবি রেনিন সু আরাকান আর্মির একজন শীর্ষস্থানীয় নেতা।
তারা বলছেন রাঙ্গামাটিতে অবস্থান করেই আরাকান আর্মির কার্যক্রম পরিচালনা করছিলেন তিনি।
গত অগাস্ট মাসে বান্দরবানের থানচি সীমান্ত এলাকায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ দলের ওপর হামলা ও বন্দুকযুদ্ধের পর রেনিন সু সম্পর্কে জানতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর দুদিন পরেই তিনি বসবাস করছেন এমন একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ ও বিজিবি।
অভিযানের সময় রেনিন সুকে না পাওয়া গেলেও তার একজন সহযোগীকে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী।
পরে ওই সহযোগী স্বীকার করে যে আরাকান আর্মির সদস্য এবং তার দেয়া তথ্যের ভিত্তিতেই শেষ পর্যন্ত রেনিন সুকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। bbc bangla
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন