ভূপাতিত রুশ জেট বিমানের নিখোঁজ পাইলটকে সিরীয় সেনা বাহিনী উদ্ধার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
রাশিয়া বলেছে ওই পাইলট ''জীবিত ও সুস্থ আছে।''তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দ্বিতীয় পাইলট এবং একজন নৌসেনা উদ্ধার তৎপরতায় প্রাণ হারিয়ছে।
ফ্রান্সে মস্কোর রাষ্ট্রদূত আলেকজান্ডার অরলফ এবং সিরিয়ার সরকারি সূত্র বলছে নিখোঁজ পাইলটকে সিরীয় বাহিনী উদ্ধার করেছে । একটি রেডিও স্টেশনকে ওই রাষ্ট্রদূত বলেছেন উদ্ধারকৃত পাইলটকে লাটাকিয়ায় রুশ বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আবার বলেছেন তুরস্ক রুশ জেট বিমান লক্ষ্য করে গুলি করার আগে তাদের সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা করে নি।
তুরস্ক অবশ্য বলছে বিমানটি গুলি করে ভূপাতিত করার আগে বারবার তারা রুশ জেট বিমানকে আকাশসীমা লংঘনের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছিল।
নেটোর মহাসচিব জেন্স স্টলেনবার্গ বলেছেন ''পরিস্থিতি সমাধানের জন্য কূটনৈতিক উদ্যোগ এবং উত্তেজনা প্রশমন জরুরি।''
তুরস্ক সিরিয়া সীমান্তে একটি রুশ এসইউ-২৪ যুদ্ধবিমানকে তুরস্ক গুলি করে ভূপাতিত করার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর তীব্র নিন্দা করে বলেন 'সন্ত্রাসীদের সহযোগীরা আমাদের পিঠে ছুরি মেরেছে'।
রাশিয়া আরো হুমকি দেয়, এই ঘটনার পরিণতি হবে 'গুরুতর'।
রাশিয়া জানায় ওই জেট বিমান তুরস্কের জন্য কোনো হুমকির কারণ ছিল না এবং তুরস্ক সিরিয়া সীমান্তে বিমানটি আইএসের ওপর বিমান হামলা চালাচ্ছিল। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন