নিজের ব্যাটিংয়ে সাম্প্রতিক উন্নতির জন্য মাশরাফি বিন মুর্তজা বড় কৃতিত্ব দিলেন বাংলাদেশ দলের কোচ চন্দিকা হাথুরুসিংহেকে।
মঙ্গলবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে পাঁচ নম্বরে ব্যাটিং করে দারুণ ব্যাট করে দলকে জয় এনে দেন মাশরাফি। ৩২ বলে তিনি অপরাজিত ছিলেন ৫৬ রানে। আগের ম্যাচেও ২৫ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক।
শুধু বিপিএলের দুই ম্যাচেই নয়, জিম্বাবুয়ের বিপক্ষে গত সিরিজে শেষ দিকে নেমে প্রায় প্রতি ম্যাচেই ব্যাট হাতে দলে অবদান রেখেছেন মাশরাফি।
মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি শোনালেন ব্যাটিংয়ে উন্নতির পেছনের গল্প।
“থ্যাংকস টু হাথুরুসিংহে। ও আমাকে অনেক সাহায্য করেছে। ও সব সময়ই ব্যাটিং করাতে চায় আমাকে। আমি সেভাবে ব্যাটিং অনুশীলন করি না। কিন্ত ব্যাটসম্যানরা যেখানে ব্যাটিং অনুশীলন করে, কোচ আমাকে সেখানে ব্যাটিং দেয়।”
নিচের দিকের ব্যাটসম্যানদের কাছ থেকে কিছু রান পেতেই মাশরাফিকে নিয়ে কোচের এই পরিকল্পনা, জানালেন অধিনায়ক।
“আমরা মূলত সাত জন ব্যাটসম্যান নিয়ে খেলি। আমি যেহেতু আটে ব্যাট করি, কোচ আমার কাছ থেকেও কিছু রান চায়। আমাকে অনুপ্রাণিত করেছে যে, আমার কাছ থেকে যদি ১৫-২০ রান আসে, তাহলে শেষ দিকে ভালো একটা জুটি হবে। আমার মাথায়ও এটা ঢুকেছে, যেন দলকে কিছু রান এনে দিতে পারি।”
শুধু বিপিএলের দুই ম্যাচেই নয়, জিম্বাবুয়ের বিপক্ষে গত সিরিজে শেষ দিকে নেমে প্রায় প্রতি ম্যাচেই ব্যাট হাতে দলে অবদান রেখেছেন মাশরাফি।
মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি শোনালেন ব্যাটিংয়ে উন্নতির পেছনের গল্প।
“থ্যাংকস টু হাথুরুসিংহে। ও আমাকে অনেক সাহায্য করেছে। ও সব সময়ই ব্যাটিং করাতে চায় আমাকে। আমি সেভাবে ব্যাটিং অনুশীলন করি না। কিন্ত ব্যাটসম্যানরা যেখানে ব্যাটিং অনুশীলন করে, কোচ আমাকে সেখানে ব্যাটিং দেয়।”
নিচের দিকের ব্যাটসম্যানদের কাছ থেকে কিছু রান পেতেই মাশরাফিকে নিয়ে কোচের এই পরিকল্পনা, জানালেন অধিনায়ক।
“আমরা মূলত সাত জন ব্যাটসম্যান নিয়ে খেলি। আমি যেহেতু আটে ব্যাট করি, কোচ আমার কাছ থেকেও কিছু রান চায়। আমাকে অনুপ্রাণিত করেছে যে, আমার কাছ থেকে যদি ১৫-২০ রান আসে, তাহলে শেষ দিকে ভালো একটা জুটি হবে। আমার মাথায়ও এটা ঢুকেছে, যেন দলকে কিছু রান এনে দিতে পারি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন