তিউনিসিযার পুরস্কারপ্রাপ্ত চার সংগঠনের প্রধান
এ বছরের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছে তিউনিসিয়ার চারটি সংগঠনকে যারা দেশটিকে গণতন্ত্রে উত্তরণে সহায়তা করেছে।
নোবেল কমিটির চেয়ারম্যান এই পুরস্কার ঘোষণা করে বলেন, তিউনিসিয়ায় ২০১১ সালের বিপ্লবের পর সেখানে বহুমতের গণতন্ত্র প্রতিষ্ঠায় এই চারটি সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।নরওয়ের নোবেল কমিটি এবছর শান্তি পুরস্কারের জন্য বিবেচনা করেছিল মোট ২৭৩ ব্যক্তি এবং সংগঠনকে।
এদের মধ্যে ছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এবং পোপ ফ্রান্সিস।
পুরস্কার ঘোষণা করছেন নরওয়ের নোবেল কমিটির প্রধান
তিউনিসিয়ার পুরস্কার বিজয়ী চারটি সংগঠন হচ্ছে: তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন, তিউনিসিয়ান কনফেডারেশন অব ইন্ডাষ্ট্রি, ট্রেড এন্ড হ্যান্ডিক্র্যাফটস, তিউনিসিয়ান হিউম্যান রাইটস লীগ এবং তিউনিসিয়ান অর্ডার অব লইয়ার্স।
২০১৩ সালে তিউনিসিয়ায় একের পর এক গুপ্ত হত্যা এবং ব্যাপক সামাজিক অসন্তোষের মুখে গণতন্ত্র যখন প্রায় ভেস্তে যাচ্ছিল, তখন এই চারটি সংগঠন জোটবদ্ধ হয়।
নোবেল কমিটি বলছে, তিউনিসিয়া যখন প্রায় গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে, তখন এই চারটি সংগঠন শান্তিপূর্ণ পথে এক বিকল্প রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা করে ।
এর ফলেই কয়েক বছরের মধ্যে তিউনিসিয়ায় একটি সাংবিধানিক ব্যবস্থা চালু করা সম্ভব হয় যেখানে সবার জন্য মনাবাধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে।
নোবেল কমিটি আশা করছে এই পুরস্কার তিউনিসিয়ার গণতন্ত্রকে আরও সংহত করতে অবদান রাখবে।
bbc bangla
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন