মিয়ানমারের জলসীমায় উদ্ধার আরও ৭৩ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে সোমবার, যাদের মধ্যে পাঁচ শিশু-কিশোর রয়েছে।
এ পর্যন্ত পাঁচ দফায় ৬২৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার সরকার।
বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম. আনিসুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়া দিয়ে তাদের ফেরত আনা হবে।
“এর আগে বিজিবিসহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠকে অংশগ্রহণ নিবেন।”
প্রাথমিকভাবে ৭৩ জনকে ফেরত আনার কথা থাকলেও এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়া আরও ৭৩ জনকে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত খাদ্য, চিকিৎসা ও যাতায়ত খরচসহ সব ধরনের মানবিক সহায়তা আইওএম-এর পক্ষ থেকে দেওয়া হবে।
ফেরত আনার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের মধ্যে পাঁচ শিশু-কিশোর রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে ২০৮ জন এবং ২৯ মে আরও ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী।
এদের মধ্যে চলতি বছরের ৮ জুন, ১৯ জুন, ২২ জুলাই ও ১০ অগাস্টসহ পাঁচ দফায় দেশে ফেরত আনা হয় বাংলাদেশি হিসেবে শনাক্ত ৬২৬ জনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম. আনিসুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়া দিয়ে তাদের ফেরত আনা হবে।
“এর আগে বিজিবিসহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠকে অংশগ্রহণ নিবেন।”
প্রাথমিকভাবে ৭৩ জনকে ফেরত আনার কথা থাকলেও এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়া আরও ৭৩ জনকে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত খাদ্য, চিকিৎসা ও যাতায়ত খরচসহ সব ধরনের মানবিক সহায়তা আইওএম-এর পক্ষ থেকে দেওয়া হবে।
ফেরত আনার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের মধ্যে পাঁচ শিশু-কিশোর রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে ২০৮ জন এবং ২৯ মে আরও ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী।
এদের মধ্যে চলতি বছরের ৮ জুন, ১৯ জুন, ২২ জুলাই ও ১০ অগাস্টসহ পাঁচ দফায় দেশে ফেরত আনা হয় বাংলাদেশি হিসেবে শনাক্ত ৬২৬ জনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন