রবিবার, ১ নভেম্বর, ২০১৫

দু'শতাধিক আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত

   

মিশরের সিনাই উপদ্বীপে ২২৪ জন আরোহী সহ এক রুশ বিমান বিধ্বস্ত হওয়ার পর দুর্ঘটনাস্থলে এখন উদ্ধার কর্মীরা অভিযান চালাচ্ছে।
একটি রুশ বিমান সংস্থার এই বিমানটি মিশরের অবকাশ কেন্দ্র শার্ম আল শেখ থেকে পর্যটকদের নিয়ে ফিরে যাচ্ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে।
বিমানের আরোহীদের সকলেই ছিলেন রুশ নাগরিক।
খবরে বলা হচ্ছে, বিমানের পাইলট জরুরী অবতরণের জন্য চেষ্টা করছিলেন এবং সিনাই উপদ্বীপের এক পাহাড়ি এলাকায় এটি বিধ্বস্ত হয়।
রাশিয়ায় বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, উড়ান শুরু করার ২৩ মিনিট পরেই বিমানটি সাইপ্রাসে নিয়ন্ত্রণ কক্ষের সাথে নির্ধারিত যোগাযোগ করতে ব্যর্থ হয় এবং রাডার থেকে হারিয়ে যায়।
পরে মিশরের প্রধানমন্ত্রী নিশ্চিত করেন যে সিনাইয়ের মধ্যাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
রুশ কর্মকর্তারা বলছেন, বিমানটিতে ২১৭ জন যাত্রী ছিলো। তাদের মধ্যে ১৩৮জন নারী এবং ১৭জন শিশু। এরা ছাড়াও ছিলেন সাতজন ক্রু।
বলা হচ্ছে, যাত্রীদের বেশিরভাগই পর্যটক এবং ক্রুসহ আরোহীদের সবাই নিহত হয়েছেন।
উদ্ধারকারীরা বলছেন, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে মৃতদেহ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কোনো কোনো মৃতদেহ বিমানের সিটের সাথে বেল্ট দিয়ে বাধা।
সেখান থেকে বিমানের ব্ল্যাক বক্সটিকেও উদ্ধার করা হয়েছে। অত্যন্ত দুর্গম এলাকা হওয়ার কারণে উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে।
কর্মকর্তারা বলছেন, ৫০টির মতো অ্যাম্বুলেন্স এই উদ্ধারকাজে অংশ নিচ্ছে।
উদ্ধারকারীরা বলছেন, বিমানটি দুই টুকরো হয়ে গেছে।
রুশ প্রেসিডেন্ট পুতিন রোববার জাতীয় শোক ঘোষণা করেছেন। মিশরে উদ্ধারকারী দল পাঠাতেও নির্দেশ দিয়েছেন তিনি।
একই সাথে এই দুর্ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
রাশিয়ার একটি বার্তা সংস্থা বলছে, ফ্লাইটের নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগে পশ্চিম সাইবেরিয়া-ভিত্তিক এই এয়ারলাইনটির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে।
যাত্রীদের আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করতে রাশিয়ায় একটি তথ্যকেন্দ্র চালু করা হয়েছে।bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন