রবিবার, ১ নভেম্বর, ২০১৫

নিহতের বাবা বললেন, ‘আমি বিচার চাই না’

দুর্বৃত্তদের হাতে নিহত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ছবি: সাজিদ হোসেনদুর্বৃত্তদের হাতে নিহত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ছবি: সাজিদ হোসেন‘যারা দীপনকে (ফয়সাল আরেফিন) হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি তাদের বিচার চাই না। তারা ভালো থাকুক। তাদের শুভবুদ্ধির উদয় হোক। জানি, বিচার চেয়ে কোনো প্রতিকার হবে না।’
কথাগুলো বলছিলেন দুর্বৃত্তদের হাতে নিহত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।
খানিক আগে নিজেই নিজের ছেলের মরদেহ উদ্ধার করেছেন। এ অবস্থায় বিহ্বল দৃষ্টিতে জাগৃতির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে সাংবাদিকের একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলেন তিনি। এর মধ্যে কয়েকবার ফোনে কল এলে সেটি ধরে কাউকে কাউকে বললেন, ‘দীপনকে ওরা মেরে ফেলেছে। পুলিশ লাশ হাসপাতালে নিয়ে গেছে।’
কারা এই খুনের সঙ্গে জড়িত?—জানতে চাইলে নিহতের বাবা বললেন, ‘বিষয়টা অত্যন্ত স্পষ্ট। লালমাটিয়ায় যাঁরা হামলা করেছে, তারাই দীপনকে হত্যা করেছে।  অভিজিৎ দীপনের বন্ধু ছিল। ওর একটা বইও দীপন বের করেছে।’
একটু পরে খানিকটা ক্ষোভের সঙ্গেই বলে উঠলেন, ‘এখানে যে ধর্ম নিয়ে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, একপক্ষ ধর্মের পক্ষ নিয়ে দাঁড়িয়েছেন, আরেক পক্ষ ধর্ম নিরপেক্ষতা নিয়ে দাঁড়িয়েছেন। এটা করে জাতিকে চরম বিপর্যয়ের দিকে নিয়ে গেছেন। জঙ্গিবাদবিরোধী আন্দোলন, মৌলবাদবিরোধী আন্দোলন যত হবে, তত আরও ক্ষয়ক্ষতি বাড়বে।’ তিনি আরও বলেন, ‘ধর্ম বা ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে গণতন্ত্র এবং সমাজতন্ত্র নিয়ে আন্তরিকতার সঙ্গে যদি রাজনীতি করা যায়, তবেই মঙ্গল হবে।’ prothom alo

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন