বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)
ঢাকায় একদিনে দুই প্রকাশনা সংস্থায় হামলা চালিয়ে একজনকে হত্যা ও তিনজনকে আহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে খালেদা জিয়া বলেছেন, জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সরকার ‘সম্পূর্ণ ব্যর্থ’ হয়েছে।
চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন শনিবার এক বিবৃতিতে এ কথা বলেন। খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন তিনি।
দুপুরে লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলায় এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজন আহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিজের অফিসে খুন হন জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপন।
শুদ্ধস্বর ও জাগৃতি প্রকাশনী থেকে নিহত অভিজিৎ রায়ের বই প্রকাশ করা হয়েছিল। আনসার আল ইসলাম নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশকদের ওপর হামলার দায় স্বীকার করে বলা হয়েছে, ‘ইসলামবিদ্বেষী’ অভিজিতের বই প্রকাশ করার কারণে তাদের উপর হামলা করা হয়েছে।
প্রকাশকদের ওপর হামলার নিন্দা জানিয়ে দলীয় প্যাডে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত খালেদার এই বিবৃতি রাতে গণমাধ্যমে পাঠানো হয়।
এতে খালেদা জিয়া বলেন, “এসব কাপুরুষোচিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনা। আমি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
নিহত ফয়সল আরেফিন দীপনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “ফয়সাল আরেফিন দীপন জিয়া স্মৃতি পাঠাগারের সহসভাপতি ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে উজ্জীবিত একজন নিবেদিত সংগঠক ছিলেন।”
সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বিএনপি নেত্রী বলেন, “মানুষের জান-মালের নিরাপত্তা দিতে এ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশে আইনের শাসনের অনুপস্থিতিতে সমগ্র জাতি আজ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিপতিত হয়ে পড়েছে।”
খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন