রবিবার, ১ নভেম্বর, ২০১৫

প্রকাশক হত্যা ও হামলার ঘটনায় ব্রিটিশ হাইকমিশনারের নিন্দা

gibson

সময়ের কণ্ঠস্বর : প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং আরও তিনজন ব্লগার ও প্রকাশকের উপর সহিংস হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন।
হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন এক বিবৃতিতে বলেন, ‘ব্লগারদের উপর আবারও সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানাচ্ছি। কোনো অবস্থাতেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে মেনে নেওয়া যায় না। স্বাধীন মত প্রকাশের জন্য পরিবেশ রক্ষা করতে হবে।’
রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও চিন্তক আবুল কাসেম ফজলুল হকের ছেলে।
আজিজের তিনতলায় জাগৃতির কার্যালয়ে শনিবার বিকেলের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
একই দিন, একই সময় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় একটি প্রকাশনীর কার্যালয়ে হামলা চালিয়ে মারাত্মক জখম করা হয় এক প্রকাশক ও দুই ব্লগারকে।
somoyerkonthosor

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন