ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে আবারও গরু জবাইয়ের গুজব ছড়িয়ে দাঙ্গা বাঁধানোর দায়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৈনপুরী জেলায় গতকাল প্রায় ৫০০ লোক লাঠিসোঁটা নিয়ে ওই হামলা চালায়। এতে কেউ হতাহত না হলেও অনেকগুলি দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে, আক্রমণ হয়েছে পুলিশের দুটি গাড়ির ওপরেও। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ব্যবহার করে।
তবে কর্মকর্তারা বলছেন, আসলে গরুটিকে জবাই করা হয়নি, সেটি আগেই মারা গিয়েছিল এবং তার চামড়া ছাড়িয়ে নেয়া হচ্ছিল।
এর দু সপ্তাহ আগে এরকমই এক গুজব ছড়িয়ে হিন্দুত্ববাদীরা পিটিয়ে হত্যা করেছিল ৫০ বছর বয়সী এক মুসলমান ব্যক্তিকে ওই উত্তরপ্রদেশ রাজ্যেই।
ভারতশাসিত কাশ্মীরেও গরু জবাইয়ের বিরুদ্ধে হিন্দুত্ববাদী সংগঠনগুলি লাগাতার বিক্ষোভ চালাচ্ছে।
অন্যদিকে ভারতে ধর্মীয় সম্প্রীতি ক্রমশ ভেঙ্গে পড়ছে আর মুক্ত চিন্তার ওপরে আক্রমণ বেড়ে চলেছে – এই অভিযোগ তুলে গত কয়েকদিনে ৫ জন খ্যাতনামা সাহিত্যিক তাঁদের সরকারী খেতাব ফিরিয়ে দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এ নিয়ে অনেকদিন চুপ করে থাকার পরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার কথা বলেছেন।
bbc bangla
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন