তুরস্কের রাজধানী আংকারায় এক 'শান্তি সমাবেশে' যোগ দিতে আসা লোকের মধ্যে দুটি শক্তিশালী বিস্ফোরণে ৩০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।
বিস্ফোরণের পর ক্রুদ্ধ লোকজন নিরাপত্তা বাহিনীর ওপর ক্ষোভ প্রকাশ করে।
কুর্দি জঙ্গীদের ওপর সেদেশের সরকারি বাহিনী যে আক্রমণ চালাচ্ছে তার অবসানের দাবি জানাতে রাজধানীতে ট্রেড ইউনিয়নগুলো এই সমাবেশ-মিছিল ডেকেছিল। সমাবেশটি এখন বাতিল করা হয়েছে।
সরকারি কর্মকর্তারা এ বিস্ফোরণের জন্য সন্ত্রাসীদের দায়ী করেছেন, তবে কুর্দি সমর্থক এইচডিপি পার্টি অভিযোগ করেছে, এ বিস্ফোরণের পেছনের রাষ্ট্রেরই হাত আছে।
ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে, এবং শহরের অন্য প্রধান চত্বরগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।
এ বছরই জুন মাসে এইচডিপির আরেকটি সমাবেশে একই রকম বোমা হামলা হয়েছিল।
তুরস্কে আর কিছুদিন পরই পার্লামেন্টারি নির্বাচনের জন্য পুনরায় ভোটগ্রহণ হবার কথা।
bbc bangla
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন