রবিবার, ১১ অক্টোবর, ২০১৫

জেরুসালেমে সহিংসতা চলছেই: আরো দুই ফিলিস্তিনি নিহত

    jerusalem                 জেরুসালেমের রাস্তায় ফিলিস্তিনি বিক্ষোভকারী                

জেরুসালেমে গত কয়েকদিন ধরে চলতে থাকা সহিংসতা আজও অব্যাহত রয়েছে।
আজ পূর্ব জেরুসালেমে দামাস্কাস গেটের কাছে একজন ফিলিস্তিনি তরুণ দুজন ইসরায়েলিকে ছুরিকাঘাত করার পর ইসরায়েলি পুলিশ তাকে গুলি করে হত্যা করে।
আহত দুই ইসরায়েলি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
গত কয়েকদিনে জেরুসালেমে বেশ কয়েকটি ছুরিকাঘাতের ঘটনার পর ইসরায়েলি-ফিলিস্তিনি সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে, এবং জেরুসালেম ও পশ্চিম তীর এলাকায় উত্তেজনা তীব্র আকার নিয়েছে।
jerusalem israel palestine                 একজন ফিলিস্তিনিকে ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সৈন্যরা                
গত রাতেও পূর্ব জেরুসালেমে সংঘর্ষের সময় গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়।
তার আগে শুক্রবার গাজা সীমান্তে ইসরায়েলি সৈন্যদের গুলিতে ৬ জন ফিলিস্তিনি নিহত হয়। আজই আরো আগের দিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনিরা একটি রকেট নিক্ষেপ করেছে।
গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এই সংঘাতকে 'নতুন ইন্তিফাদা' বলে আখ্যায়িত করেছে।
তবে বিবিসির সেবাস্টিয়ান আশার বলছেন, এটা এখনো কোন গণআন্দোলনের রূপ নেয়নি বা এর কোন সুনির্দিষ্ট নেতৃত্বও চোখে পড়ছে না। তবে তিনি বলছেন, সহিংসতা যেভাবে বাড়ছে তাতে ঘটনাপ্রবাহ যে কোন রকম মোড় নিতে পারে।

bbc bangla

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন