হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে গুলীবিদ্ধ সৌরভ
দুই পায়ে এখনো প্রচন্ড ব্যথা। হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে শিশু শাহাদাত হোসেন ওরফে সৌরভ। কখনো শোয়া থেকে উঠে মায়ের বুকে ঠাঁই নিয়ে ব্যথা প্রশমনের চেষ্টা করছে সে। আবার কুঁকড়ে উঠে শুয়ে পড়ছে বিছানায়। তার পায়ের নিচে বালিশ দিয়ে মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন দুশ্চিন্তাগ্রস্ত মা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এভাবেই দিন কাটছে গুলীবিদ্ধ শিশু শাহাদাতের। পায়ে ব্যথার কারণে হাঁটতে পারছে না সে। ব্যথা আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে শাহাদাতকে গুলী করার ঘটনায় করা মামলার আসামী গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গতকাল শনিবার পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেফতারের দাবিতে গতকাল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারের নিচে লেখা, ‘প্রচারে সুন্দরগঞ্জ এলাকাবাসী’। অন্যদিকে গতকাল সুন্দরগঞ্জের আওয়ামী লীগের স্থানীয় নেতারা দলীয় এক সভায় সংসদ সদস্য মঞ্জুরুলের সংসদ সদস্য পদ বাতিল করার ও তাকে দল থেকে বহিষ্কারের দাবি করেন।
২ অক্টোবর সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জের বাড়ি থেকে হাঁটতে বেরিয়েছিল স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র শাহাদাত। তখন সংসদ সদস্য মঞ্জুরুলের ছোড়া গুলীতে শাহাদাত গুলীবিদ্ধ হয় বলে তার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অভিযোগ করেন। ওইদিন শাহাদাতকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরের দিন শনিবার রাতে শাহাদাতের বাবা সাজু মিয়া সংসদ সদস্যের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। শাহাদাতের মা সেলিনা বেগম বলেন, যন্ত্রণায় রাতে ঘুমাতে পারে না সে। খেতেও পারছে না। চিকিৎসকরা তাকে হাঁটানোর চেষ্টা করছেন। কিন্তু হাঁটতে গেলে আরও ব্যথা হয়।
রংপুর মেডিকেলের শিশু সার্জারি বিভাগের চিকিৎসক বাবুল কুমার সাহা বলেন, শাহাদাতের বাঁ পায়ের হাঁটুর নিচে মাংসপেশী ভেদ করে গুলী অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে। গুলীতে ডান পায়ের হাঁটুর নিচে ছিলে গেছে। ক্ষত স্থানে অস্ত্রোপচার হয়েছে। এসব কারণে তার পায়ে এখনো ব্যথা আছে। সেরে উঠতে সময় লাগবে।
এদিকে শাহাদাতের চিকিৎসা করতে গিয়ে পরিবারের আর্থিক সংকটের খবর গণমাধ্যমে আসার পর অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছেন। পাঁচ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা শাহাদাতের পরিবারকে ৪৫ হাজার টাকা দিয়েছেন। হাসপাতালের সমাজসেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ওষুধ দেয়া হচ্ছে। শাহাদাতের বাবা সাজু মিয়া ‘যেভাবে মানুষজন খোঁজখবর নিচ্ছে, তাতে আমরা সাহস পাচ্ছি।’
এদিকে সুন্দরগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক সভায় আওয়ামী লীগের স্থানীয় নেতারা মঞ্জুরুলের সংসদ সদস্য পদ বাতিল করার ও তাকে দল থেকে বহিষ্কারের দাবি করেন। নেতারা বলেন, সংসদ সদস্যের কর্মকা-ের দায়িত্ব দল নেবে না। সুন্দরগঞ্জের পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, ‘সংসদ সদস্যকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছি। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এভাবেই দিন কাটছে গুলীবিদ্ধ শিশু শাহাদাতের। পায়ে ব্যথার কারণে হাঁটতে পারছে না সে। ব্যথা আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে শাহাদাতকে গুলী করার ঘটনায় করা মামলার আসামী গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গতকাল শনিবার পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেফতারের দাবিতে গতকাল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারের নিচে লেখা, ‘প্রচারে সুন্দরগঞ্জ এলাকাবাসী’। অন্যদিকে গতকাল সুন্দরগঞ্জের আওয়ামী লীগের স্থানীয় নেতারা দলীয় এক সভায় সংসদ সদস্য মঞ্জুরুলের সংসদ সদস্য পদ বাতিল করার ও তাকে দল থেকে বহিষ্কারের দাবি করেন।
২ অক্টোবর সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জের বাড়ি থেকে হাঁটতে বেরিয়েছিল স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র শাহাদাত। তখন সংসদ সদস্য মঞ্জুরুলের ছোড়া গুলীতে শাহাদাত গুলীবিদ্ধ হয় বলে তার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অভিযোগ করেন। ওইদিন শাহাদাতকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরের দিন শনিবার রাতে শাহাদাতের বাবা সাজু মিয়া সংসদ সদস্যের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। শাহাদাতের মা সেলিনা বেগম বলেন, যন্ত্রণায় রাতে ঘুমাতে পারে না সে। খেতেও পারছে না। চিকিৎসকরা তাকে হাঁটানোর চেষ্টা করছেন। কিন্তু হাঁটতে গেলে আরও ব্যথা হয়।
রংপুর মেডিকেলের শিশু সার্জারি বিভাগের চিকিৎসক বাবুল কুমার সাহা বলেন, শাহাদাতের বাঁ পায়ের হাঁটুর নিচে মাংসপেশী ভেদ করে গুলী অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে। গুলীতে ডান পায়ের হাঁটুর নিচে ছিলে গেছে। ক্ষত স্থানে অস্ত্রোপচার হয়েছে। এসব কারণে তার পায়ে এখনো ব্যথা আছে। সেরে উঠতে সময় লাগবে।
এদিকে শাহাদাতের চিকিৎসা করতে গিয়ে পরিবারের আর্থিক সংকটের খবর গণমাধ্যমে আসার পর অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছেন। পাঁচ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা শাহাদাতের পরিবারকে ৪৫ হাজার টাকা দিয়েছেন। হাসপাতালের সমাজসেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ওষুধ দেয়া হচ্ছে। শাহাদাতের বাবা সাজু মিয়া ‘যেভাবে মানুষজন খোঁজখবর নিচ্ছে, তাতে আমরা সাহস পাচ্ছি।’
এদিকে সুন্দরগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক সভায় আওয়ামী লীগের স্থানীয় নেতারা মঞ্জুরুলের সংসদ সদস্য পদ বাতিল করার ও তাকে দল থেকে বহিষ্কারের দাবি করেন। নেতারা বলেন, সংসদ সদস্যের কর্মকা-ের দায়িত্ব দল নেবে না। সুন্দরগঞ্জের পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, ‘সংসদ সদস্যকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছি। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
the daily sangram
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন