টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিনে মোনাজাতে অংশ নিলো অসংখ্য মুসল্লি ।
তুরাগ তীরে তিনদিনের ইজতেমার শেষ দিনে অনুষ্ঠিত হচ্ছে এ মোনাজাত, যা আখেরি মোনাজাত নামে পরিচিত।
এ মোনাজাতের মাধ্যমেই শেষ হলো ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।
শুরু থেকেই ইজতেমায় অংশ নেয়া দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লির বাইরেও আজ শুধু মোনাজাতে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন বিপুল সংখ্যক মুসল্লি।
ভোরে ফজরের নামাজের পর থেকে ঢাকা ও আশপাশের এলাকাগুলো থেকে ইজতেমার দিকে রওনা হতে থাকে মুসল্লিরা।
স্থানীয় প্রশাসন মোনাজাতকে কেন্দ্র করে আলাদা প্রস্তুতি নিয়েছে।
নিয়ন্ত্রণ করা হয়েছে অনেকগুলো রুটের বাস চলাচল। বন্ধ করে দেয়া হয়েছে ইজতেমা প্রাঙ্গণের আশপাশের সড়কগুলো।
র্যাব ও পুলিশসহ নিরাপত্তাবাহিনীগুলোর প্রায় দশ হাজার সদস্য ইজতেমায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।
বাংলাদেশের এ ইজতেমাকে হজের পর মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বলে মনে করা হয়।
দ্বিতীয় পর্বের ইজতেমা পনেরই জানুয়ারী শুরু হওয়ার কথা রয়েছে।
ব্যাপক সংখ্যক মুসল্লির অংশগ্রহণের কারণে গত কয়েকবছর ধরে ইজতেমাটি দু পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন