রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

ডিজিটাল নিরাপত্তায় নতুন আইন

 

আনিসুল হক, আইনমন্ত্রীImage copyrightBBC Bangla
Image captionআনিসুল হক, আইনমন্ত্রী
বাংলাদেশে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার নতুন একটি আইন তৈরি করতে যাচ্ছে।
আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন’-এর খসড়ায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারাসহ যে কটি বিতর্কিত ধারা রয়েছে, সেগুলো দূর হবে।
তিনি বলেন, ``তথ্য প্রযুক্তি আইনে ৫৪, ৫৫, ৫৬ এবং ৫৭ ধারাগুলোর প্রয়োজন নেই। এগুলো তখন রিপিল করা হবে।``
তবে নতুন এই আইনের পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনও বলবৎ থাকবে বলে তিনি উল্লেখ করেন।
মি. হক জানান, তথ্য প্রযুক্তি আইনে সাইবার অপরাধ সংক্রান্ত ধারাগুলো এক জায়গায় আনা হচ্ছে এবং এগুলোর আইনগত ব্যাখ্যা আরো স্পষ্ট করা হচ্ছে।
তথ্য প্রযুক্তি আইনের আওতায় অপরাধ দমন সংক্রান্ত কটি ধারা থাকলেও তার প্রয়োগ নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
বাংলাদেশে ইন্টারনেট আন্দোলনকারীরা বিশেষভাবে এই আইনের ৫৭ ধারাকে মুক্ত চিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতার অন্তরায় হিসেবে বর্ণনা করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন