সাবেক ফরাসি ফুটবল তারকা জিনেদিন জিদান স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে ক্যারিয়ারের সূচনা করলেন দারুণ এক জয় দিয়েই।
দেপার্তিভো লা করুনা ক্লাবকে ৫-০ গোলের ব্যবধানে হারানোর মধ্য দিয়েই যেন নতুন কোচ জিদানকে যেন বরণ করে নিলো তার দলের শীষ্যরা।
আর ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সমর্থকরাও উল্লাসধ্বনিতে মুখরিত করে রাখেন।
সাবেক ম্যানেজার রাফায়েল বেনিতেজকে বরখাস্ত করার পর গত সোমবার ম্যানেজার হিসেবে নিয়োগ পান সাবেক রিয়াল তারকা জিনেদিন জিদান।
এর আগে রিয়ালের বি দলের কোচ জিনেদিন জিদানকে মূল দলের কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়।
তবে মাঠে রিয়ালের জয়ে বড় ভূমিকা রাখেন গ্যারেথ বেল যিনি একাই তিনটি গোল করেছেন। আর কারিম বেনযেমা করেছেন দুটো গোল।
এর মধ্য দিয়ে দলীয় ব্যবস্থাপনার দক্ষতার পরীক্ষা শুরু হলো জিদানের।
সামনের মাসগুলোতে এই পরীক্ষাই দিয়ে যেতে হবে ৪৩-বছর বয়সী সাবেক ফরাসি এই ফুটবল অধিনায়ককে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন